খেলাধুলা

ফাইনালে খেলবে দুই সেরা দলই: ইমরুল

মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল আর মাহমুদউল্লাহ রিয়াদ- ‘পঞ্চ পান্ডবের’ তিন পান্ডব ছিলেন ঢাকায়। সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটের ‘ফেরিওয়ালা’ আন্দ্রে রাসেল। এক কথায় দারুণ শক্তিশালী দল। কিন্তু তারপরও পারেনি ঢাকা। পঞ্চম হয়েই আসর শেষ করেছে এবার।

Advertisement

তিন বিদেশি ওয়ালটন, বেনি হাওয়েল আর উইল জ্যাকের সঙ্গে মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, জাকির হাসান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ আর মৃত্যুঞ্জয় চৌধুরী- একঝাঁক তরুণের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স শেষ চারে নাম লিখিয়েও ফাইনালে জায়গা করে নিতে পারেনি। ছিটকে পড়েছে কোয়ালিফায়ার পর্ব থেকে।

একইভাবে শেষ চার থেকে বিদায় নিয়েছে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্সও। কোয়ালিফায়ারে কুমিল্লাকে হারিয়ে সাকিবের বরিশাল আগেভাগে ফাইনালের টিকিট কনফার্ম করেছে। কোয়ালিফায়ারে হারলেও প্রথম এলিমিনেটরে মুশফিকের খুলনার বিদায় ঘণ্টা বাজানো আফিফ ও মিরাজদের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে দ্বিতীয় এলিমিনেটরে হারিয়ে শেষ পর্যন্ত ফাইনালে ইমরুলের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এখন প্রশ্ন হলো, তবে কি কাগজে-কলমে এবং মাঠের দুই সেরা দলই ফাইনালে? কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক ইমরুল কায়েসের অনুভব, শেষ পর্যন্ত দুই সেরা ও যোগ্য দলই ফাইনালে পৌঁছেছে।

Advertisement

তিনি বলেন, ‘আমি মনে করি যে দুইটা দল ফাইনাল খেলবে বলে সবাই আশা করেছে, সে দুইটা দলই ফাইনাল খেলছে। এই দুইটা দলই ফাইনাল খেলার দাবিদার।’

এখন এই দুই সেরার লড়াইয়ে কে হাসবে শেষ হাসি? ইমরুলের জবাব, ‘ফাইনাল ম্যাচে যারা ভালো ক্রিকেট খেলবে, তারাই হাসবে শেষ হাসি।’

এর সঙ্গে আরও কিছু যোগ করেন কুমিল্লা অধিনায়ক, ‘আগেও বলেছি যারা সাহস নিয়ে খেলবে, অনেক শান্ত থাকবে তাদেরই সম্ভাবনা বেশি থাকবে জেতার।’

বরিশাল অধিনায়ক সাকিব আছেন ফর্মের তুঙ্গে। সঙ্গে তিন বিদেীশ ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো আর মুজিব-উর রহমান অনেক বড় নাম। যাদের সবার আছে ম্যাচ ঘোরানোর ক্ষমতা।

Advertisement

সেখানে কুমিল্লার কী আছে? ইমরুল মনে করেন, তার দলের তিন বিদেশিও কম নন। তাই মুখে এমন কথা, ‘যদি আমাদের দলের দিকেও তাকান আমাদেরও অনেক বড় বড় নাম আছে। মইন আলি, সুনিল নারিন এবং ফাফ ডু প্লেসি। এদের ভেতর থেকে যদি কেউ পারফর্ম করে আমার মনে হয় না এমন কঠিন কাজ হবে।’

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে বুধবার সুনিল নারিনের ঝড়ো উইলোবাজিতে অনেক সহজে জিতেছে কুমিল্লা। সে পারফরমেন্সের প্রসঙ্গ টেনে অধিনায়ক ইমরুল বলেন, ‘সুনিল নারিন দেখিয়ে দিয়েছে। তার খেলাটা খেলেছে। তাতে করে আমাদের দলের জন্য কাজটা সহজ হয়ে গেছে। আমি বলবো যে দল হিসেবে আমরা কেউ কারও থেকে কম না। প্রত্যেকটা দলই শক্তিশালী। কালকে মাঠে ভালো ক্রিকেট খেললে রেজাল্টটা পেয়ে যাবে।’

এআরবি/আইএইচএস/এএসএম