বিপিএলে মাশরাফি একমাত্র অধিনায়ক যার আছে চার চারবার শিরোপা বিজয়ের অসামান্য কৃতিত্ব। সেই কৃতিত্ব টপকানো বহুদুর, ধারে কাছেও কেউ নেই।
Advertisement
তবে অধিনায়ক হিসেবে সাকিব আল হাসান আর ইমরুল কায়েসের আছে একবার করে বিপিএল শিরোপা জয়ের রেকর্ড। শুক্রবার যদি কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ন হয়, তাহলে মাশরাফির পর দ্বিতীয় সর্বাধিক দু’বারের শিরোপা বিজয়ী দলের অধিনায়ক হবেন ইমরুল কায়েস। আর বরিশাল ট্রফি জিতলেও সে কৃতিত্বের অধিকারি হবেন সাকিব আল হাসান।
সাকিব যেহেতু মিডিয়ার সামনে আসেননি। তাই তার কাছে এ প্রশ্ন করা যায়নি। সে প্রশ্নটা ছুঁড়ে দেয়া হলো ইমরুল কায়েসকে।
‘মাশরাফির পর দ্বিতীয় সফল অধিনায়ক হওয়ার সুযোগ, আপনি কী লাকি?’ ফাইনালের আগে এ বিষয়ে কোন মন্তব্যে যেতে নারাজ কুমিল্লা ক্যাপ্টেন। তার কথা, ‘এটা বলতে পারবো না। আগে চ্যাম্পিয়ন হই তারপর দেখা যাবে।’
Advertisement
কথা-বার্তায় পরিষ্কার, অধিনায়ক হিসেবে নিজেকে মাশরাফির ধারে-কাছেও চিন্তা করেন না ইমরুল। আর তা করেন না বলেই মুখে এমন কথা, ‘ মাশরাফি ভাই অনেক বড় খেলোয়াড়। চারবার বিপিএল চ্যাম্পিয়ন হয়েছেন। এটা অনেক বড় একটা অর্জন। আমি চেষ্টা করছি। কুমিল্লাকে একবার চ্যাম্পিয়ন করেছি, আরেকবার যদি করাতে পারি অনেক ভাগ্যবান মনে করবো। এখন দেখা যাক।’
বিপিএলে বরিশালের জেতার রেকর্ড নেই একবারও। কুমিল্লার আছে দুই দুইবার কাপ জয়ের কৃতিত্ব। কাজেই কুমিল্লা সমর্থকদের মনের আশা, তাদের দলের শিরোপা ভাগ্য ভাল। কথা শুনে মনে হলো কুমিল্লা অধিনায়ক ইমরুলও তা বিশ্বাস করেন।
এ কারণে শুক্রবারের ফাইনালে একটা অন্যরকম আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবেন কুমিল্লা ক্যাপ্টেন। তার বিশ্বাস, আগেও যেহেতু দুইবার শেষ হাসি হেসেছে কুমিল্লা, তাই এবারো তার নেতৃত্বে সে পথেই হাঁটতে চায় তারা।
ইমরুল বলেন, ‘হ্যাঁ অবশ্যই, এর আগে কুমিল্লা দুইবার ফাইনাল খেলেছে এবং চ্যাম্পিয়ন হয়েছে। আশা করি কালকের ম্যাচটাও আমরা একই প্রক্রিয়ায় যাবো।’
Advertisement
মানছেন প্রথম কোয়ালিফায়ার হারে খানিকটা হতাশ হয়ে পড়েছিলেন, ‘ঠিক বুঝে উঠতে পারছিলাম না, কি করবো না করবো; কিন্তু বুধবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারের সহজ জয়ে আত্মবিশ্বাস ফিরে এসেছে।’
‘কালকে (বুধবার) যেভাবে কামব্যাক করেছি, তাতে আমাদের আত্মবিশ্বাস অনেক উপরে। চেইজ বলেন বা প্রথমে ব্যাটিং বলেন সবকিছুতে ইতিবাচক আছি। ইনশাাল্লাহ কালকে ভালো কিছু হবে।’
এআরবি/আইএইচএস/এএসএম