সাহিত্যের ছোট কাগজ ‘চারকোল’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজন করেছে মুশায়েরা। শনিবার সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালেয়র নতুল কলা ভবনের সামনে মুশায়েরায় কবিতা পাঠ, আড্ডা এবং আলোচনা অনুষ্ঠিত হয়।মুশায়েরায় কবি ও ‘চারকোল’ এর লেখকরা কবিতা লেখার ক্ষেত্রে যেসব কুসংস্কার এর সম্মুখীন হতে হয় তা তুলে ধরেন এবং এসব কুসংস্কার এড়িয়ে চলার আহ্বান জানান। এছাড়া কবিতার বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করেন।এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান রাইন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সুমন সাজ্জাদ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মামুন-অর-রশিদ, চারুকলা বিভাগে সভাপতি এম এম ময়েজউদ্দীন সহ ‘চারকোল’ এর লেখক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।হাফিজুর রহমান/এআরএস/আরআইপি
Advertisement