দেশজুড়ে

সাতক্ষীরায় উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

Advertisement

এ নিয়ে জেলায় বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৯১ এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৮৩৩ জন। সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত এ তথ্য নিশ্চিত করেন।

মৃতরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালী গ্রামের মৃত ফয়জুল্লাহ দফাদারের ছেলে মাজেদ দফাদার (৬৫), শ্যামনগর উপজেলার কদমতলী গ্রামের মৃত জুম্মান আলী খাঁর ছেলে ফকির আহম্মেদ খাঁ (১২৫) এবং সদর উপজেলার বয়ারখোলা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোকতাজুল (৪৬)।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে মাত্র একজন শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ১৭ শতাংশ। বুধবার শনাক্তের হার ছিল ৮ দশমিক ১৯ শতাংশ।

Advertisement

আহসানুর রহমান রাজীব/এএইচ/এএসএম