জাতীয়

উখিয়ায় এক রোহিঙ্গার ঘরে ৫ কোটি টাকার ইয়াবা

কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প থেকে অ্যামফিটামিন যুক্ত ১ লাখ ৬৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ (এপিবিএন)। জব্দ করা ইয়াবার বাজারমূল্য প্রায় ৫ কোটি ৭ লাখ টাকা। এসময় সাদেক হোসেন (২৫) নামের এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প-১০ এর জি/১৬ ব্লকে আটক সাদেকের ঘরে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার ঘর থেকে অ্যামফিটামিন যুক্ত ১ লাখ ৬৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৭ লাখ টাকা।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ইয়াবা পাচারের বিষয়ে নানা তথ্য দিয়েছে। এসব তথ্য যাচাই-বাছাই চলছে। যাচাই-বাছাই শেষে ইয়াবাসহ আটক রোহিঙ্গা নাগরিকের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করা হবে।

Advertisement

টিটি/এমকেআর/জিকেএস