ভারতীয় কিংবদন্তি গায়ক বাপ্পি লাহিড়ির শেষকৃত্য সম্পন্ন হবে আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি)। মুম্বাইয়ের জুহুতে অবস্থিত পবনহংস মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে এই বাঙালি সংগীতশিল্পীর। পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
Advertisement
আমেরিকার লস অ্যাঞ্জেলস থেকে আজ ভোরে মুম্বাইয়ে ফিরেছেন বাপ্পি লাহিড়ির ছেলে বাপ্পা লাহিড়ি। বিমানবন্দরে স্ত্রী-পুত্রসহ লেন্সবন্দি হন বিধ্বস্ত বাপ্পি লাহিড়ি পুত্র।
৬৯ বছর বয়সে মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে মুম্বাইয়ের হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ি।
১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপ্পি লাহিড়ি। হিন্দিতে ‘ডিস্কো ডান্সার’, ‘চলতে চলতে’, ‘শরাবি’, বাংলায় অমর সঙ্গী, আশা ও ভালোবাসা, আমার তুমি, অমর প্রেম প্রভৃতি ছবিতে সুর দিয়েছেন। গেয়েছেন অসংখ্য গান।
Advertisement
২০২০ সালে তার শেষ গান ছিল ‘বাগি-৩’র জন্য। কিশোর কুমার ছিলেন বাপ্পির সম্পর্কে মামা। বাবা অপরেশ লাহিড়ি ও মা বাঁশরী লাহিড়ি দুজনই সংগীত জগতের মানুষ। ফলে একমাত্র সন্তান বাপ্পি ছোটবেলা থেকেই গানের প্রতি আকৃষ্ট ছিলেন। মা-বাবার কাছেই পান প্রথম গানের তালিম।
এমআই/জেআইএম