রাজধানীসহ সারাদেশের ৭০ শতাংশ জনগোষ্ঠীকে করোনাভাইরাস প্রতিরোধী টিকার আওতায় আনতে সরকারের টিকাদান কর্মসূচি আরও জোরদার হচ্ছে। প্রতিদিনই বাড়ছে টিকাগ্রহীতার সংখ্যা। টিকাদানে গতি বাড়াতে আগামী ২৬ ফেব্রুয়ারি একদিনে সারাদেশে ১ কোটি ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার।
Advertisement
এদিকে গতকাল বুধবার (১৬ ফেব্রুয়ারি) একদিনে সারাদেশে ১৫ লাখ ৭৬ হাজার ৩২৯ জনকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজের ২ লাখ ৫১ হাজার ৪২ জন, দ্বিতীয় ডোজের ১২ লাখ ২৫ হাজার ৮৮৮ জন এবং বুস্টার ডোজের টিকা নিয়েছেন ৯৯ হাজার ৩৯৯ জন।
গত বছরের ২৭ জানুয়ারি দেশে করোনা প্রতিরোধী টিকাদান কর্মসূচি শুরু হয়। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। এর ১০ দিন পর ৭ ফেব্রুয়ারি সারাদেশে শুরু হয় গণটিকাদান।
টিকার পর্যাপ্ত মজুত না থাকায় শুরুতে সীমিত পরিসরে শুধুমাত্র অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হতো। পরবর্তীতে পর্যায়ক্রমে ফাইজার, মডার্না, সিনোফার্ম, সিনোভ্যাক এবং জনজন অ্যান্ড জনসনের টিকাদান শুরু হয়।
Advertisement
এমইউ/এমকেআর/জেআইএম