বেজে গেছে কখন সেই টেলিফোন... অন্তহীন এর দর্শকদের মনের কোণে স্থায়ী জায়গাটা করে নেওয়ার পর এবার টলিউড এর একদম বাণিজ্যিক নায়িকা নুসরাত জাহানের সাথে জুটি বাঁধতে চলেছেন রাহুল বোস। আসছে নতুন সিনেমা সন্ধ্যে নামার আগে। পরিচালনায় ঋতুব্রত ভট্যাচার্য। সঙ্গে অভিনয়ে ঋতুপর্ণা আর পলাশ সেনকেও দেখা যাবে।নুসরাত অভিনীত চরিত্রটির নাম রুষা, বিদেশে বায়ো কেমিস্ট্রি পড়েছে, কিন্তু মা এর খুনের প্রতিশোধ নিতে সে বদ্ধ পরিকর। তাই দেশে ফিরে আসে সে। সেখানেই দেখা পুলিশ ডিটেক্টিভ রাহুল এর সাথে। গল্প এই ভাবেই এগোবে। বসন্ত উৎসব ছবির পর পরিচালকের এই কাজটি দর্শকেরা কি ভাবে নেবে এখন সেটাই দেখবার।
Advertisement