আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৬ ফেব্রুয়ারি ২০২২

ট্যাংক-সেনা সরানোর ভিডিও দিলো রাশিয়া, পশ্চিমাদের দাবি সব মিথ্যাইউক্রেন সীমান্ত থেকে আরও সেনা ও ট্যাংক সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। তবে ন্যাটোর দাবি, মস্কো এখনো সাবেক সোভিয়েত দেশটি ঘিরে সেনা সমাবেশ বাড়াচ্ছে এবং সংকট সমাধানে সমঝোতার কোনো ইচ্ছা নেই রাশিয়ার। বুধবার (১৬ ফেব্রুয়ারি) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের কাছাকাছি দক্ষিণ ও পশ্চিম সামরিক জেলায় মহড়া শেষ হওয়ায় তাদের আরও সেনা ফিরিয়ে নেওয়া হয়েছে। প্রমাণস্বরূপ তারা একটি ভিডিও প্রকাশ করেছে, যাতে দেখা যায়, বেশ কিছু ট্যাংক, সাঁজোয়া যান ও স্বয়ংক্রিয় আর্টিলারি ইউনিট ক্রিমিয়া থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।

Advertisement

তবে এক জ্যেষ্ঠ পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তা দাবি করেছেন, রাশিয়ার চূড়ান্ত সামরিক মহড়া এখনো চলছে এবং ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসনের ঝুঁকি ফেব্রুয়ারি মাসজুড়ে থাকবে।

যুদ্ধ আতঙ্কে যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় আরও বাড়ার আশঙ্কাকরোনা মহামারিসহ বিভিন্ন কারণে যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় এরই মধ্যে বেড়েছে। বর্তমানে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতের ফলে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বেড়ে যাতে পারে বিভিন্ন পণ্যের দাম।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রতি ব্যারেল তেলের দাম ৯০ ডলারের বেশি হয়েছে। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, যদি মস্কো-কিয়েভের মধ্যে সংকটের ফলে এক ব্যারেল তেলের দাম ১১০ ডলারের বেশি হয়, তাহলে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ১০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে।

Advertisement

কর্ণাটকের আরও একটি কলেজে হিজাব পরায় বাধাভারতের কর্ণাটক রাজ্যে হিজাব বিতর্ক যেন থামছেই না। এবার আরও একটি কলেজে হিজাব পরে শিক্ষার্থীদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি পি ইউ কলেজটি কর্ণাটকের উত্তরে অবস্থিত। এর আগে সেখানে হিজাব পরে গেলে বাধা দেওয়া হতো না শিক্ষার্থীদের। কিন্তু বুধবার শিক্ষার্থীদের কলেজে হিজাব পরে প্রবেশে বাধা দেওয়া হয়।

করোনা বিধিনিষেধ তুলে নিচ্ছে নেদারল্যান্ডসকরোনা সংক্রমণ কমে যাওয়ায় আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে সব ধরনের বিধিনিষেধ তুলে নিচ্ছে নেদারল্যান্ডস। স্থানীয় সময় মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দেশটির স্বাস্থ্যমন্ত্রী আরনেস্ট কুইপারস বিধিনিষেধ তুলে নেওয়ার এ ঘোষণা দিয়েছেন।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা মহামারিতে সংক্রমণ, হাসপাতালে ভর্তির সংখ্যা ও মৃত্যু কমে যাওয়ায় সরকার আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ইউক্রেনে সাইবার হামলা, উচ্চ সতর্কতায় পোল্যান্ডইউক্রেনকে ঘিরে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি অবস্থানে এবার দেশটিতে সাইবার হামলার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দুটি ব্যাংকে সাইবার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। এদিকে, ইউক্রেনের সরকারি সাইট হ্যাক করার খবর পেয়ে সতর্ক অবস্থান নিয়েছে পোল্যান্ড।

Advertisement

ইউক্রেনিয়ান সেন্টার ফর স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি এ হামলার দাবি করেছে। তবে এ হামলার জন্য সরাসরি কাউকে দায়ী করা হয়নি।

এবার এইচআইভিমুক্ত হলেন মার্কিন নারীবিশ্বের তৃতীয় ব্যক্তির এইচআইভি মুক্ত হওয়ার খবর জানালেন যুক্তরাষ্ট্রের গবেষকরা। নাভির কর্ড রক্ত ব্যবহার করে স্টেম সেল বা অস্থিমজ্জা প্রতিস্থাপনের মাধ্যমে ওই নারীকে এইচআইভি মুক্ত করা হয়। জানা গেছে, এইচআইভি থেকে মুক্তির তালিকায় তার অবস্থান বিশ্বে তৃতীয়। তবে মিশ্র বর্ণের নারী হিসেবে প্রথম। সংবাদ সম্মেলনে উপস্থাপিত গবেষণায় বলা হয়, নাভির কর্ড রক্ত থেকে তার স্টেম সেল প্রতিস্থাপন করা হয়।

ত্রিপুরার সোনামুড়া থেকে কুমিল্লা পর্যন্ত চালু হবে নৌ-যোগাযোগভারতের ত্রিপুরা রাজ্যের গোমতী নদীতে ১০টি জেটি নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। শিগগির ৪০ কিলোমিটার দীর্ঘ এই জলপথের ড্রেজিংয়ের কাজও শুরু করা হবে। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এজন্য প্রায় ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান।

তিনি বলেন, সোনামুড়ার কাছে শ্রীমন্তপুরের ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট টার্মিনালের উন্নত পরিকাঠামো ও সংস্কারের জন্য ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অব ইন্ডিয়া ও ল্যান্ডপোর্টস অথরিটি অব ইন্ডিয়াসহ ত্রিপুরা সরকারের পরিবহন দপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

উড়তে উড়তে আচমকাই মাটিতে আছড়ে পড়ে কয়েকশ পাখির মৃত্যুকয়েক হাজার পাখির একটি ঝাঁক আচমকাই মাটিতে আছড়ে পড়ল। হলুদ মাথার কালো রংয়ের সেই পাখির বিশাল ঝাঁক যেন মেঘের মতো মাটিতে নেমে এসেছিল। মাত্র কয়েক সেকেন্ড। আবার উধাও হয়ে যায় সেই ঝাঁক। কিন্তু তার পরই দেখা গেলো কয়েকশো পাখি মাটিতে মৃত অবস্থায় পড়ে রয়েছে। এই ঘটনা ঘটেছে মেক্সিকোর চিহুয়াহুয়া শহরে।

এমন দৃশ্যে হতবাক হয়ে গেছেন স্থানীয়রা। রাস্তার ওপর অনেক পাখিই ছটফট করছিল, বেশ কিছু পাখি আবার নিথর হয়ে পড়েছিল। এক সঙ্গে এত পাখির মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। এতগুলো পাখির মৃত্যুতে রহস্য ঘনীভূত হয়।

২২ বছরে দ. কোরিয়ায় কর্মসংস্থান বাড়ার রেকর্ডচলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় বেকারত্বের হার ব্যাপকভাবে কমেছে। এসময় ২২ বছরের মধ্যে সর্বোচ্চ গতিতে কর্মসংস্থান বেড়েছে দেশটিতে। সরকারের আর্থিক পদক্ষেপের ফলে এমন চিত্র দেখা গেছে দেশটিতে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, দক্ষিণ কোরিয়ায় বেকারত্বের হার জানুয়ারিতে তিন দশমিক ছয় শতাংশে নেমে আসে। ডিসেম্বরে এই হার ছিল তিন দশমিক আট শতাংশে। ২০২০ সালের মার্চের পর দেশটিতে নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে ১১ লাখ ৩৫ হাজার।

গুয়েতেমালায় মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পমধ্য আমেরিকার দেশ গুয়েতেমালায় আঘাত হেনেছে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। স্থানীয় সময় বুধবার (১৬ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টা ১২ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ১২ মিনিট) আঘাত হানে এ ভূকম্পন। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইমএসসি) তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সান্তা লুসিয়া কোটজুমালগুয়াপা শহর থেকে ২৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৮৩ কিলোমিটার গভীরে।

মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, গুয়েতেমালা ছাড়াও প্রবল শক্তিশালী এ ভূকম্পনের প্রভাব প্রতিবেশী দেশ এল সালভাদর ও মেক্সিকোতেও অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

কেএএ/জেআইএম