খেলাধুলা

আফগানদের সবাই করোনা নেগেটিভ

একদিন আগেই তোলপাড় করা সংবাদটি এসেছিল, সিলেটে সফরকারী আফগানিস্তান ক্রিকেট দলের ক্যাম্পে ১১জন করোনা আক্রান্ত। তবে, আশার কথা হচ্ছে- একদিন পরই আরটি-পিসিআর টেস্টে সবার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

Advertisement

বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান জালাল ইউনুস মঙ্গলবার রাতেই জানিয়েছিলেন, এখন কোভিড পজিটিভ হলেও সপ্তাহ খানেকের মধ্যেই নেগেটিভ হয়ে যাচ্ছে।

তিনি আরও বলেছিলেন, প্রথম ওয়ানডে ২৩ ফেব্রুয়ারি। এখনো সপ্তাহ খানেক বাকি আছে। সুতরাং, চিন্তার কারণ নেই। আশা করছি সবাই সুস্থ্য হয়ে যাবে এবং সিরিজ যথা সময়েই অনুষ্ঠিত হবে।

বিসিবির অন্যতম সিনিয়র পরিচালকের সে ধারণা সত্য। আজই নেগেটিভ রিপোর্ট এসেছে সব আফগান ক্রিকেটারের। বুধবার রাতে জাগো নিউজকে এ তথ্য দিয়ে জালাল ইউনুস বলেন, আজই সব আফগানদের রিপোর্ট নেগেটিভ এসেছে।

Advertisement

প্রসঙ্গতঃ মঙ্গলবারই আফগান ক্রিকেটার, কোচিং স্টাফ এবং নিরাপত্তা কর্মীসহ ১১ জনের রিপোর্ট পজিটিভ এসেছিল।

বলে রাখা ভালো, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে এসে সোজা সিলেট চলে গিয়েছিল আফগানরা। উদ্দেশ্য ছিল বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া। আরও দু’দিন তারা সিলেটে অবস্থান করবে। ১৯ ফেব্রুয়ারী তাদের চ্ট্টগ্রাম যাওয়ার কথা।

এআরবি/আইএইচএস/জেআইএম

Advertisement