নোয়াখালীর প্রধান সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশায় শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়া ও সরকারিভাবে ভাড়া নির্ধারণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
Advertisement
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় মাইজদী টাউন হল মোড়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্রনেতা ফারুক আল ফাহাদ, ফেরারী নেটওয়ার্কেন স্বেচ্ছাসেবী ফাতেমা আক্তার, মানবিক ব্লাড ফাউন্ডেশনের সহ-সভাপতি রাকিব হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক আবদুর রহমান, যুবনেতা মুহাম্মদ আবদুল্যাহ আল মাসউদ প্রমুখ।
এসময় শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া কার্যকর, প্রতি রুটে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া সরকারিভাবে নির্ধারণ, সোনাপুর থেকে চৌমুহনী পর্যন্ত সিটি সার্ভিস চালু, অটোরিকশার পেছনে কিলোমিটার অনুযায়ী ভাড়ার তালিকা প্রকাশ, যত্রতত্র পার্কিং বন্ধ এবং শিক্ষার্থী ও যাত্রীদের হয়রানির প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার দাবি জানান বক্তারা।
Advertisement
ইকবাল হোসেন মজনু/এসআর/জেআইএম