সাভার পৌরসভার সাধারণ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের মধ্যে ৩৭ জন প্রার্থী তাদের জামানতের টাকা ফেরত পাচ্ছেন না। নির্বাচনে কম ভোট পাওয়ায় তাদের জামানতের টাকা বাজেয়াপ্ত করা হচ্ছে। এদের মধ্যে মেয়র প্রার্থী ৫ জন, সংরক্ষিত মহিলা প্রার্থী ৩ জন এবং কাউন্সিলর প্রার্থী ২৯ জন। সাভার উপজেলা নির্বাচন অফিস সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।সাভার উপজেলা নির্বাচন কার্যালয় থেকে পাওয়া তথ্যে জানা যায়, সাভার পৌরসভার সাধারণ নির্বাচন-২০১৫ এর নির্বাচনে মেয়র, সংরক্ষিত মহিলা ও কাউন্সিলর পদের জন্য নির্বাচনে অংশ করেছেন মোট ৬৮ জন প্রার্থী। মেয়র পদের জন্য জামানত ছিল ৩০ হাজার, সংরক্ষিত মহিলা আসনের জন্য ৫ হাজার এবং কাউন্সিলর পদের জন্য ৫ হাজার টাকা। তাদের মধ্যে ৩৭ জন প্রার্থী তাদের জামানতের টাকা ফেরত পাচ্ছেন না। আইন অনুযায়ী প্রাপ্ত মোট ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তারা এই জামানতের টাকা হারাচ্ছেন। প্রাপ্ত তথ্যে দেখা যায়, মেয়র পদের জন্য নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে আছেন সালাউদ্দিন খাঁন নঈম, আজম খাঁন, আজিজুর রহমান, মফিজুল ইসলাম ও মোশারফ হোসেন। সংরক্ষিত মহিলা আসনের ঝুমা খাঁন, আসমা ফেরদৌস খাঁন ও তাজনীন নঈম।কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ১ নং ওয়ার্ডের খন্দকার লুৎফর রহমান, মো. রমিজ উদ্দিন, মো. আব্দুল কাশেম, জসিম উদ্দিন, বাদল মিয়া। ৩ নং ওয়ার্ডের কলি উদ্দিন মাহমুদ কালু, মোক্তার হোসেন, মজিবর রহমান ভূইয়া, মজিবর রহমান মোল্লা, শাহাদাত হোসেন ও সারোয়ারদী। ৪ নং ওয়ার্ডের অর্জুল সাহা, তুষার ঘোষ, বাদল চন্দ্র সাহা ও ইসমাইল হোসেন। ৫ নং ওয়ার্ডের এম এম জাহিরুল আহসান, বাবুল হাসান, মাসুদ আলম, মোয়াজ্জেম হোসেন ও মোস্তাফিজুর রহমান। ৬ নং ওয়ার্ডের একে এম মনসুর ফারহান খাঁন, ফারুক মাহমুদ, হাসিবুর রহমান খাঁন ও জাহিদুল ইসলাম। ৭ নং ওয়ার্ডের মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন। ৯ নং ওয়ার্ডের এ আর আব্দুল হক, মোকসেদুর রহমান দেলোয়ার হোসেন ও মো. হান্নান। এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মমিন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, যে সকল প্রার্থীর জামানতের টাকা বাজেয়াপ্ত করা হচ্ছে, তাদের তালিকা শিগগিরই প্রকাশ করা হবে। সাভার প্রতিনিধি/এসএইচএস/এমএস
Advertisement