সাহিত্য

আকলিমা আক্তার রিক্তার তিনটি কবিতা

একদিন আমি তোমার ছিলামএকদিন আমার সকাল হতো তোমার কণ্ঠেআমার কর্মব্যস্ততা, ক্যাম্পাস শুরু হতো তোমার কণ্ঠের আঁচেএকদিন আমারও দুপুর ছিলদুপুরগুলো সাজতো প্রণয়ের খেলা নিয়েদুপুরের ঘামগুলো গলা বেয়ে নামতোতুমি গোলাপ চোখে তাকিয়ে আমাকে দেখতেআর আমি লজ্জা পেতামএকদিন আমারও বিকেল হতোবিকেলগুলো কুসুমকোমলের মতো ঢেউ খেলতোবিকেলের ছাদে চায়ের কাপ হাতে দাঁড়িয়েমুঠোফোনে তোমার কণ্ঠ শুনতামএখন আমার সকাল নেই, দুপুর নেই, বিকেল নেইসকাল, দুপুর, বিকেলগুলো অভিমান এর তারায় ঘর বেঁধেছেএখন আমার বড্ড প্রিয় রাত! অন্ধকার রাত!জন্মান্ধ হৃদয়     যে হৃদয়ের চোখ জাগেনিকী করে সে হৃদয় রমণীর ভালোবাসা বুঝবে?রমণী এক প্রার্থনারমণী এক যুদ্ধরমণী এক নদীরমণীর শুভ্র ভালোবাসা পাওয়া মানেজীবনসংগ্রামের পথে আরামদায়ক শীতলতা পাওয়া।রমণী এক মায়ার পাহাড়রমণী ভালোবাসার মূর্তিরমণী পূর্ণ প্রেমিকাযে হৃদয় রমণীকে আবিষ্কার করেনি সে হৃদয় জন্মান্ধ।ইতিহাসের মানচিত্র    আমার সাথে সমুদ্র স্নানে যাবে?আজকাল সমুদ্র স্নান, নদী স্নান, জোসনা স্নানে মন ধরেছে খুব।ভুল মানুষকে ভালোবাসতে বাসতে মনের গহীনেসৃষ্টি হয়েছে গভীর ক্ষত।শুধু একটা দুপুর, একটা রাত নয়সহস্র রাত পার হলেওএই ক্ষত মুছবেনা!সমুদ্র সঙ্গম দরকারদরকার জোসনাস্নানেরদরকার গভীর কালো অন্ধকারেরদরকার একটি কলম, ডায়েরি আর ক্যান্ডেল লাইটের।ইতিহাসের মানচিত্রে লিখে যাব স্বর্ণাক্ষরেবিংশ শতাব্দীজুড়ে কোনো প্রেম ছিল না,মায়া আর ভালোবাসা ছিল না।ছিল শুধু প্রতারণাআর তুমিই ছিলে সাক্ষী ।এইচআর/এমএস

Advertisement