বিনোদন

অভিনয় ছাড়ছেন জোলি

অভিনয়কে বিদায় জানাচ্ছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। শিগগিরই মুক্তি পাচ্ছে তার নির্মিত দ্বিতীয় ছবি ‘আনব্রোকেন’। এ কারণে সম্প্রতি ফ্রান্সে যান তিনি। সেখানেই অভিনয় থেকে অবসর নেয়ার ঘোষণা দেন অস্কার জয়ী এ অভিনেত্রী। অভিনয়গুণেই অস্কার পেলেও নির্মাণেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন জোলি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, অভিনয়ে ভাল লাগে। কিন্তু নিয়মিত করতে একঘেঁয়ে লাগে। যে কারণে এখন আর অভিনয় করতে ইচ্ছা হয় না। তাই অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। সামনের সময়গুলো নির্মাণেই দিতে চাই। ১৯৯৫ সালে ‘হ্যাকার্স’ ছবির মধ্য দিয়ে হলিউড ছবিতে নাম লেখান অ্যাঞ্জেলিনা জোলি। এরপর একে একে বহু ছবিতে অভিনয় করে দর্শক মাতান তিনি। অবশ্য অভিনয়ের চেয়ে নির্মাণকে বেশি পছন্দ করেন বলেই ৩৮ বছর বয়সে এসে অভিনয়কে বিদায় জানানোর কথা জানালেন তিনি। আগামী বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে তার অভিনীত ছবি ‘ক্লিওপেট্রা’। এ ছবিতে মিশরীয় রানীর ভূমিকায় দেখা যাবে তাকে। পরিচালনায় পেশাদারিত্ব দেখাতে চান তিনি। তাই নিজেকে সেভাবেই প্রস্তুত করে নিয়েছেন। সেই ধারাবাহিকতায় নিজের পরিচালনায় পরের ছবিটি উপহার দেয়ার অপেক্ষায়ও রয়েছেন জোলি। নিজের অভিনয় ছাড়া স্বামী ব্র্যাড পিটকে প্রধান চরিত্রে রেখেছেন তিনি। নতুন এ ছবিটির নাম ‘বাই দ্য সি’।

Advertisement