দেশজুড়ে

হবিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড

হবিগঞ্জ শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কয়েকটি বাড়ি। মঙ্গলবার রাত সোয়া ৯টায় আগুন লাগে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সোয়া ১১টায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মো. রফি জানান, আগুন পুরো নিয়ন্ত্রণে। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ কিছুই জানা যায়নি।

সদর উপজেলা চেয়ারম্যান মো. মোতাচ্ছিরুল ইসলাম জানান, শহরের গার্নিংপার্ক এলাকার বাসিন্দা মোস্তফা মিয়ার বাসায় রাতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তিনি ফায়ার সার্ভিসে জানালে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।

আগুনে একটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তিনিসহ কয়েকজন জনপ্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেন। এদিকে অগ্নিকাণ্ডের খবরে ওই এলাকায় কয়েক হাজার উৎসুক জনতা ভিড় করেন। তাদের নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় এলাকাবাসীকে।

Advertisement

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমআরএম