দেশজুড়ে

শেরপুরে হাতি হত্যা মামলায় আরও দুই আসামি কারাগারে

শেরপুরের শ্রীবরদীর বালিজুড়ি এলাকায় বন্যহাতি হত্যা মামলায় আরও দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

Advertisement

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও বন আদালতের বিচারক মো. শরীফুল ইসলাম খান তা নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন-উপজেলার রানীশিমুল ইউনিয়নের মালাকোচা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. আমির উদ্দিন (৫২) ও মো. আব্দুর রহমানের ছেলে আশরাফুল (৩৫)।

বনবিভাগ সূত্রে জানা গেছে, গত ৯ নভেম্বর গারো পাহাড়ের বালিজুড়ি মালাকোচা এলাকায় একটি মরা হাতি উদ্ধার করে বনবিভাগ। বনবিভাগের প্রাথমিক তদন্তে মালাকোচা গ্রামের মো. আমির উদ্দিন, সমেজ উদ্দিন, মো. আশরাফুল ও শাহজালালের সবজি বাগানের সঙ্গে সংযোগ দেওয়া বৈদ্যুতিক জিআই তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটি মারা যায় বলে সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় বনবিভাগের পক্ষ থেকে আমির উদ্দিন, সমেজ উদ্দিন, মো. আশরাফুল ও শাহজালালের বিরুদ্ধে শেরপুরে প্রথমবারের মতো বন আদালতে হত্যা মামলা করা হয়।

Advertisement

বন মামলার পরিচালক মো. আব্দুর রাজ্জাক জানান, হাতি হত্যা মামলার আসামি সমেজ উদ্দিন ও শাহজালাল গত ২ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের কারাগারে পাঠান। আজ আমির উদ্দিন ও আশরাফুল আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। জামিন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে এ মামলায় দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

ইমরান হাসান রাব্বী/এসআর/এএসএম

Advertisement