অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে করোনা আক্রান্ত হলেন শ্রীলঙ্কান বোলার ওয়ানিদু হাসারাঙ্গা। সম্প্রতি শেষ হওয়া আইপিএল নিলামে রীতিমত ঝড় তুলেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামার আগে কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে তার।
Advertisement
ক্যানবেরায় সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচের দিন সকালে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে পজিটিভ চিহ্নিত হন হাসারাঙ্গা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার কথা জানানো হয়। হাসারাঙ্গাকে দ্রুত আইসোলেশনে পাঠানো হয়। যদিও তৃতীয় ম্যাচ নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে। যেখানে, অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরেছে শ্রীলংকা।
উল্লেখ্য আইপিএলের মেগা নিলামে শ্রীলঙ্কার এই অলরাউন্ডারকে বড় অঙ্কে দলে ফিরিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ১০ কোটি ৭৫ লক্ষ রুপি দাম ওঠে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বোলারদের তালিকায় ১ নম্বরে থাকা হাসারাঙ্গার।
সোমবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘কুশল মেন্ডিস করোনা থেকে সেরে উঠেছেন। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামতে অসুবিধা নেই তার।’ তবে মঙ্গলবার হাসারাঙ্গাকে নিয়ে নতুন করে বিপত্তি দেখা দেয় শ্রীলঙ্কা শিবিরে।
Advertisement
আইএইচএস/এএসএম