আজ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে মুসল্লিদের নির্বেঘ্নে বাড়ি ফিরতে গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। মুসল্লিরা মোনাজাত শেষে বিনা ভাড়ায় চান্দনা চৌরাস্তা এবং মিরের বাজার পর্যন্ত এ সাটল বাসে যাতায়াত করতে পারবেন।গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ পিপিএম রোববার সকালে ইজতেমা ময়দানে সাংবাদিকদের বলেন, গাজীপুর ও আশপাশের এলাকার যে সকল মুসল্লি আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমা ময়দানে এসেছেন তারা যেন নির্বেঘ্নে বাড়ি ফিরতে পারেন সেজন্য মোনাজাত শেষে ইজতেমা ময়দান থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত এবং মিরের বাজার পর্যন্ত বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, আখেরি মোনাজাতের পর পরই এ দুটি রোডে বিশেষ শাটল বাসগুলো যাত্রী পরিবহন শুরু করবে। যতক্ষণ পর্যন্ত মুসল্লিরা ময়দানে থাকবেন ততক্ষণ পর্যন্ত বিআরটিসির সাটল বাসগুলো মুসল্লিদের পরিবহন করবে। এজন্য মুসল্লিদের কোনো প্রকার ভাড়া প্রদান করতে হবে না। আমিনুল ইসলাম/এসএস/এমএস
Advertisement