বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুক্রবার থেকে রোববার সকাল পর্যন্ত এক বিদেশিসহ মোট ৯ জন মারা গেছেন। তারা হলেন, সিলেটের মো. আলাউদ্দিন (৭০), নোয়াখালি জেলার সুন্দরপুর গ্রামে আবুল কালাম আজাদ (৬০)। সিলেটের গোপালগঞ্জ উপজেলার রনকালি এলাকার জয়নাল আবেদীন (৫৫), কুড়িগ্রামের উলিপুর উপজেলার চকলাপাড় গ্রামের নূরুল ইসলাম (৭২) ও নাটোরের সিংড়া উপজেলার বটিয়া গ্রামের ফরিদ উদ্দিন (৬৫)। এছাড়া সিরাজগঞ্জের কাজীপুর এলাকার কাসিম উদ্দিনের ছেলে দলিলুর রহমান (৭৫) ও একই জেলার ভেন্নাবাড়ি থানার হরিনারায়নপুর গ্রামের মীর হোসেন আকন্দের ছেলে জয়নাল আবেদীন (৬০) ও ইন্দোনেশিয়ান নাগরিক পুর্নম সোপান ওরফে সোফা হাজী (৬৫)। সর্বশেষ, আখেরি মোনাজাতের কিছু সময় পূর্বে বেলা ১১টার দিকে হাফেজ আবু বকর (৬০) নামে এক মুসল্লি নিজ খিত্তায় অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত টঙ্গী হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী থানার আলীপুর গ্রামে।আমিনুল ইসলাম/এসএস/এমএস
Advertisement