দেশজুড়ে

রান্নাঘরের আগুনে দগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইলে রান্নাঘরের আগুনে দগ্ধ হয়ে হাছিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১৫ জানুয়ারি) ভোরে ঢাকা শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হক।

তিনি বলেন, উপজেলার গারট্ট গ্রামের আব্দুল বারেক মিয়ার স্ত্রী গৃহবধূ হাছিনা সোমবার সন্ধ্যায় রান্না ঘরের চুলায় আগুন জ্বালিয়ে রাতের খাবার রান্না করছিলেন। এ সময় হঠাৎ অসাবধানতাবশত তার শরীরে আগুন লেগে যায়। আগুনে ওই গৃহবধূ ৮৫ ভাগ দগ্ধ হন।

পরিদর্শক (তদন্ত) আব্দুল হক আরও বলেন, হাছিনাকে প্রথমে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যান তিনি।

Advertisement

আরিফ উর রহমান টগর/এসজে/এমএস