খেলোয়াড় হিসেবে কিংবদন্তি মানলেও, অনেকের মনেই রয়েছে কোচিং দক্ষতা নিয়ে প্রশ্ন। বিশ্বের অন্যতম সেরা তারকা বহুল জায়ান্ট ক্লাবের দায়িত্বের সাথে বাড়তি পাওনা হিসেবে কপালে জুটেছে লিগ শিরোপার লড়াইয়ে ফেরার কণ্টকময় পথ। আর সে পথে জিদানের শুরুটা হলো দুর্দান্ত। গ্যারেথ বেলের হ্যাটট্রিক আর করিম বেনজেমার জোড়া গোলে দেপোর্তিভো লা করুনাকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার নিজেদের মাঠে শুরুতেই গোল খেতে বসেছিল রিয়াল। একাদশ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে লুকাস পেরেসের শট গোলরক্ষক কেইলর নাভাস কোনোমতে ঠেকিয়ে দেন। এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় রিয়াল। ম্যাচের ১৫ মিনিটে দলের প্রথম গোল করে লিড এনে দেন ফরাসি তারকা বেনজামা। ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গ্যারেথ বেল। ডান দিকে কারভাহালের দুর্দান্ত ক্রসে হেড করে বল জালে জড়ান ওয়েলসের এই ফরোয়ার্ড। ম্যাচের ৩৯তম মিনিটে বেলের মাপা ক্রসে পর্তুগিজ তারকার উড়ন্ত হেড পোস্টে লাগলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ধার বাড়িয়ে দেয় রিয়াল। ম্যাচের ৪৯ মিনিটে রোনালদোর নীচু ক্রসে বাঁ পায়ের নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়িয়ে স্কোরলাইন ৩-০ করেন বেল। ৬৩ মিনিটে টনি ক্রুসের কর্নারে লাফিয়ে উঠে চমৎকার হেডে হ্যাটট্রিক পূরণ করেন ওয়েলস তারকা। ম্যাচের ৮৮ মিনিটে সুবর্ণ একটা সুযোগ হারান রোনালদো। বাঁ দিক থেকে মার্সেলোর নীচু ক্রসে পা ছুঁইয়েছিলেন তিনি; কিন্তু বল চলে যায় ক্রসবারের উপর দিয়ে। যোগ করা সময়ে আবারও হতাশায় পোড়েন রোনালদো, ডি বক্সের মধ্যে গোল করার মতো জায়গায় থেকেও বল হারিয়ে ফেলেন। তবে কাছেই থাকা বেনজেমা সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি, জোরালো শটে এবারের লিগের চতুর্দশ গোল করে রিয়ালের বড় জয় নিশ্চিত করেন। এই জয়ে ১৯ ম্যাচে জিদানের দলের পয়েন্ট ৪০।এমআর/এমএস
Advertisement