দেশ বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে এবাদত, বন্দেগী, জিকির, আসকার আর আল্লাহু আকবর ধ্বনিতে উত্তাল কহর দরিয়াখ্যাত টঙ্গীর তুরাগ পাড়ের বিশ্ব ইজতেমা ময়দান। আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত ৫১তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বিশ্ব ইজতেমায় লাখ লাখ মুসল্লির উপস্থিতিতে চলেছে পবিত্র কোরআন-হাদিসের আলোকে বয়ান। কিছু সময়ের মধ্যে শুরু হবে আম বয়ান। এই আম বয়ানের পরই ফজিলতপূর্ণ আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামাতের শীর্ষ স্থানীয় মুরব্বি ভারতের মাওলানা মুহাম্মদ সাদ। এর আগে অনুষ্ঠিত হবে হেদায়তি বয়ান। প্রচণ্ড শীত ও তীব্র কুয়াশা উপেক্ষা করে গাজীপুর এবং রাজধানী ঢাকা ও এর আশপাশ এলাকার লাখ লাখ মানুষ আখেরি মোনাজাতে শরিক হতে দলে দলে ইজতেমা স্থলে আসছেন। অনেকে আখেরি মোনাজাতে শরিক হওয়ার উদ্দেশ্যে শনিবারই ইজতেমাস্থ এসে পৌঁছেছেন। ইজতেমা স্থলের আশপাশের এলাকায় যানবাহন চলাচল রাত থেকে বন্ধ থাকায় ফজরের নামাজের পর থেকে পায়ে হেঁটে দলে দলে লোক ইজতেমা স্থলে আসছেন। আখেরি মোনাজাত শুরুর আগ পর্যন্ত মানুষের এ ঢল অব্যাহত থাকবে। সকাল থেকেই মুসল্লিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে খবরের কাগজ বিছিয়ে মোনাজাতের জন্য বসে পড়েছেন।টঙ্গী স্টেশনের স্টেশন মাস্টার মো. হালিমুজ্জামান জানান, মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে আখেরি মোনাজাতের দিন ২৩টি বিশেষ ট্রেন এবং সকল ট্রেনে অতিরিক্ত বগি সংযোজনসহ ১১১টি ট্রেন টঙ্গী স্টেশনে যাত্রা বিরতির ব্যবস্থা রাখা হয়েছে। আমিনুল ইসলাম/এসএস/এমএস
Advertisement