মতামত

অভিনন্দন আমিনুর রহমান: বাংলাদেশের অনন্য বৈশ্বিক কবি

আমিনুর রহমান এ বছর অনুবাদ সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন।

Advertisement

আমিনুর রহমান একাধারে কবি, অনুবাদক, আবৃত্তিকার, শিল্প সংগ্রাহক/ সমালোচক, সফল সংগঠক, আজীবন বয় স্কাউট, ভ্রমণপিয়াসু এবং গিটার বাদক। পেশায় সে একজন ফার্মাসিস্ট। তবে একজন সংগঠক হিসেবেও আমিনুর অদ্বিতীয়।

আমিনুর আমার ছোটবেলার বন্ধু। একই সাথে আইডিয়াল স্কুল, ঢাকা কলেজের গন্ডি পেরিয়ে আমরা আলাদা গন্তব্যে পা বাড়ালাম। তবে দূরে থেকেও আমরা দুজনের কাছাকাছি ছিলাম। কারণ আমরা দুজনেই শিল্প সাহিত্যের অনুরাগী।

আমিনুরের একটি ঈর্ষণীয় ক্ষমতা হলো সে যা করে তা মনপ্রাণ দিয়ে করে, সেটা নিয়ে লেগে থাকে, তার জন্য যে কোন ত্যাগ স্বীকার করে এবং তাকে একটি ভিন্ন উচ্চতায় নিয়ে যায়। আমিনুর যা বিশ্বাস করে তা মনে প্রাণে ধারণ করে।

Advertisement

আমিনুর রহমানের জন্ম ৩০ সে অক্টোবর, ১৯৬৬। বাংলাদেশের একজন প্রখ্যাত কবি হিসেবে সে দেশে এবং বিদেশে সুপরিচিত। তার কবিতা প্রায় তিরিশটি ভাষায় অনুবাদ হয়েছে। স্পানিশ, জার্মান, মংগোলিয়ান, রাশান, ম্যান্ডারিন, আরবি, মালয় ইত্যাদি ভাষায় তার বই ছাপা হয়েছে।

আমিনুর বাংলা সাহিত্য এবং কবিতাকে সারা বিশ্বের কাছে নিয়ে গিয়েছে। আমি আমিনুরকে বলবো “বাংলা কবিতার বিশ্বায়নের কবি।”

আমিনুরের কবিতার বইয়ের মাঝে উল্লেখযোগ্য হলো- হৃদয়পুরে ডুবসাঁতার, ঠিকানা কবিতা দিঘীর পার, ভালোবাসা ও অন্নান্য কবিতা ইত্যাদি। তার আবৃত্তির ক্যাসেট এবং ডিস্ক সমাদৃত হয়েছে , যেমন Solitary Deoendence।

আমিনুর ত্রিশটিরও বেশি বই অনুবাদ করেছে। অনেকগুলো কবিতার ম্যাগাজিন ও বই সম্পাদনা করেছে সে। আমিনুর সারাবিশ্বে বাংলাদেশের কবি এবং কবিতাকে প্রতিনিধিত্ব করেছে। ছুটে গিয়েছে কলম্বিয়া, মালয়েশিয়া, মংগোলিয়া, ভারত, জাপান, নিকারাগুয়াসহ নানা দেশে।

Advertisement

আমিনুর অনেকগুলো আন্তর্জাতিক সন্মানে ভূষিত হয়েছে। এর মাঝে আছে The Chinniggish Khaan Gold Medal (২০০৬), Heaven Horse Award (২০১৫) ( মংগোলিয়া), Numera World Award of Letters (২০১৬) (মালয়েশিয়া) ,Contribution Award (২০১৬) ( তাইওয়ান)।

আমিনুর একজন পুরোদস্তুর আধুনিক মানুষ এবং আলোকিত মানুষ। আর তার ব্যাপ্তি বৈশ্বিক। আজ আমিনুর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভুষিত হচ্ছে ।

আমি আমিনুরের জন্য গর্বিত। আমি আমিনুরের কাব্যময় সৃষ্টিশীল দীর্ঘজীবন কামনা করি।

এইচআর/জেআইএম