দেশজুড়ে

মন্দিরের সোলার প্যানেল যুবলীগ নেতার বাড়িতে!

নীলফামারীর ডোমারে মন্দিরের জন্য বরাদ্দকৃত সোলার প্যানেল এক যুবলীগ নেতার বাড়িতে ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে দেখা যায়, মন্দিরের জন্য বরাদ্দকৃত সৌর প্যানেল ইউনিয়ন যুবলীগ নেতা অনাথ চন্দ্র রায়ের ঘরের উপর শোভা পাচ্ছে।জানা গেছে, উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড নয়ানী বাকডোকরা (খামাতপাড়া) এলাকায় অবস্থিত বিষ্ণু মন্দিরের জন্য গত বছরের ১৭ ডিসেম্বর এক মেট্রিক টন চালের বিপরীতে একটি সোলার প্যানেল ও নগদ পাঁচ হাজার করে টাকা বরাদ্দ দেয়া হয়।শনিবার ওই এলাকায় গিয়ে দেখা যায়, বরাদ্দকৃত মন্দিরে কোনো সোলার প্যানেল নাই। মন্দিরের পূজারী নবত চন্দ্র রায় ও তার স্ত্রী পবিত্রা রানী জানায়, মন্দিরে সোলার প্যানেল দেয়া হয়েছে তা আমাদের জানা নাই। আমরা মন্দিরের জন্য কোনো বরাদ্দ পাইনি।ইউনিয়ন যুবলীগ নেতা অনাথ চন্দ্র রায় জাগো নিউজকে জানান, বরাদ্দটি ছিলো ইউনিয়ন যুবলীগের নামে তাই সোলার প্যানেল আমার ঘরে লাগিয়েছি। আর টাকাগুলো ওয়ার্ড নেতাদের মাঝে ভাগ-বাটোয়ারা করে দিয়েছি।সরকার সারাদেশে বিদ্যুৎ সাশ্রয় ও ডিজিটাল দেশ গড়ার লক্ষ্যে ডোমার উপজেলায় টিআর কর্মসূচির আওতায় সংসদ সদস্যের অনুকূলে (নির্বাচনী এলাকাভিত্তিক) এক মেট্রিক টন চালের বিপরীতে মসজিদ, মন্দির ও ধর্মীয় ১৫০টি প্রতিষ্ঠানে একটি করে সোলার প্যানেল ও নগদ পাঁচ হাজার করে টাকা প্রদান করা হয়।জাহেদুল ইসলাম/বিএ

Advertisement