করোনা সংক্রমণের গতি একটু কমলেও সেটা স্বস্তির মধ্যে আসেনি এখনও। মৃত্যু বাড়ছে হু হু করে। এর মধ্যে বিপিএলের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে পুরোপুরি দর্শক ছাড়া। তবে, সংক্রমনের হার কিছুটা কমে যাওয়ায়, সরকারের নির্দেশনা মেনে স্বল্প পরিসরে বিপিএলের নকআউট পর্ব থেকে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেয়া হয়েছে।
Advertisement
আগেই জানিয়ে দেয়া হয়েছে, সাধারণ দর্শকদের জন্য কোন টিকিট বিক্রি হবে না। নকআউট পর্ব থেকে ফাইনাল পর্যন্ত প্রতি খেলায় তিন থেকে সর্বোচ্চ ৪ হাজার টিকিট দেয়া হবে এবং সেগুলো ৬ প্রতিযোগি দলের মাধ্যমে।
সংশ্লিষ্ট দলগুলো তাদের ভক্ত ও সমর্থকদের মধ্যে টিকিট বিতরণ করবে এবং তারা করোনা প্রটোকল মেনে মুখে মাস্ক এঁটে মাঠে ঢুকবে। মাঠে প্রবেশ করার পর তারা বসবে ছড়িয়ে-ছিটিয়ে, যাতে সামাজিক দুরত্ব বজায় থাকে।
বাস্তবে হয়েছেও তাই। আজ সোমবার এলিমিনেটর রাউন্ড এবং কোয়ালিফায়ার-১ এর ম্যাচে শেরে বাংলায় মিললো দর্শকের দেখা।। দুপুরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং খুলনা টাইগার্স ম্যাচে শ’ পাঁচেক দর্শকের দেখা মিললেও সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ফরচুন বরিশাল ম্যাচে পূর্ব দিকের গ্যালারি উত্তর ও দক্ষিণ কোনের শহীদ জুয়েল ও শহীদ মোশতাক স্ট্যান্ড এবং গ্র্যান্ড স্ট্যান্ড মিলে অন্তত ২ থেকে ৩ হাজার দর্শক এসেছেন খেলা দেখতে।
Advertisement
কিন্তু শুরুতেই দেখা গেলো বড় ধরনের বিপত্তি। গ্যালারিতে বসে খেলা দেখতে আসা দর্শক, ভ্ক্ত ও সমর্থকদের বড় অংশই করোনা প্রটোকল মানেননি। তাদের বেশির ভাগের মুখেই মাস্ক পরা নেই। সবাই বসেছে গাদাগাদি করে। সামাজিক দুরত্ব মোটেও মানেনি মাঠে আসা দর্শকরা। মাঠে দর্শকদের এমন বসা নিয়ে বিসিবিরও কোনো উদ্যোগ কিংবা তৎপরতা চোখে পড়েনি।
অথচ আগেরদিন বিসিবি থেকে জোর দিয়ে বলা হয়েছে, করোনা প্রটোকল মেনেই মাঠে আসতে হবে। মাস্ক পরা বাধ্যতামূলক; কিন্তু তা বাস্তব রুপ পায়নি।
তবে কি বিসিবি থেকে বিষয়টি খুঁটিয়ে দেখা হচ্ছে না? বিপিএল কর্তৃপক্ষ এবং বোর্ড কর্মকর্তারা কী দেখেছেন মাঠে আসা দর্শক ও ভক্ত-সমর্থকরা করোনা প্রটোকল মানছেন না?
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিককে এ প্রশ্ন ছুঁড়ে দেয়া হলে তিনি জাগো নিউজকে বলেন, ‘আমরা বিষয়টি খুঁটিয়ে দেখছি। মাস্ক পরা বাধ্যতামূলক। করোনা প্রটোকল মেনে দর্শক উপস্থিতিতে খেলা হবে। এটা সরকারের উর্ধ্বতন মহল থেকে আমাদের বলা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে ভাবছি এবং আগামী দিনগুলো থেকে যাতে মাঠে আসা দর্শকরা করোনা প্রটোকল মেনে খেলা দেখতে আসেন, সে ব্যবস্থা নেব।’
Advertisement
এআরবি/আইএইচএস/এএসএম