লাইফস্টাইল

বিশেষ দিনে তৈরি করুন রেড ভেলভেট কেক

কেক খেতে কে না পছন্দ করেন। বিশেষ দিন উদযাপনে কেক না থাকলে কি চলে? ভ্যালেন্টাইন’স ডে তে অনেকেই প্রিয়জনকে পছন্দের খাবার নিজ হাতে তৈরি করে খাওয়ান।

Advertisement

আপনিও যদি তাদের মধ্যে একজন হন, তাহলে প্রিয়জনকে চমকে দিতে আজ ঘরেই তৈরি করুন রেড ভেলভেট কেক। জেনে নিন এর সহজ রেসিপি-

উপকরণ

১. ময়দা ১ কাপ কেকের জন্য ২. সয়াবিন তেল ১/৪ কাপ৩. চিনি ১/৪ কাপ৪. বেকিং পাউডার ১ চা চামচ৫. গুঁড়া দুধ ১ টেবিল চামচ৬. ফুড কালার আধা চা চামচ৭. ডিম ৩টি৮. ভ্যানিলা অ্যাসেন্স আধা চা চামচ ও৯. কোকো পাউডার আধা কাপ।

Advertisement

ফ্রস্টিংয়ের জন্য

১. আইসিং সুগার ১০০ গ্রাম২. মাখন ১০০ গ্রাম ও৩. চকলেট পাউডার আধা কাপ।

পদ্ধতি

প্রথমে ডিম ভেঙে এর সাদা অংশ ভালো করে বিট করুন। ফোম হয়ে এলে চিনি মিশিয়ে আরও কিছুক্ষণ বিট করুন। চিনি গললে ডিমের কুসুম আরও ২ মিনিট বিট করুন।

Advertisement

এবার চেলে রাখা বেকিং পাউডার, ময়দা, গুঁড়া দুধ, তেল, ভ্যানিলা এসেন্স ও ফুড কালার একসঙ্গে মিশিয়ে নিন। ওভেন আগে থেকেই প্রি-হিট করুন ১৭৫ ডিগ্রিতে।

এরপর ওভেনে ২৫ মিনিট বেক করুন। ফ্রস্টিংয়ের জন্য আইসিং পাউডার, কোকো পাউডার, মাখন বিটার মেশিনে ভালো করে বিট করুন।

এবার বেক করা কেক ঠান্ডা করে উপর থেকে কেটে নিন। তারপর মাঝখানে কেটে তাতে ফ্রস্টিং দিয়ে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন নজরকাড়া রেড ভেলভেট কেক।

জেএমএস/এমএস