আন্তর্জাতিক

মাঝআকাশে প্লেনের ভেতর সাপ!

২০০৬ সালের হলিউড মুভি ‘স্নেকস অন এ প্লেন’ হয়তো অনেকেই দেখেছেন। মাঝআকাশে উড়ন্ত প্লেনের ভেতর ছড়িয়ে পড়েছিল শত শত সাপ, প্রাণ বাঁচাতে যাত্রীদের সে কি আপ্রাণ চেষ্টা! মুভি হলেও সেই ভয়ংকর দৃশ্য দেখে আঁতকে ওঠা স্বাভাবিক। আর এই দৃশ্য যদি বাস্তবে রূপ নেয়, তখন? সম্প্রতি একটি উড়ন্ত যাত্রীবাহী প্লেনে সত্যি সত্যি পাওয়া গেছে সাপ। তবে কপালভালো, কোনো দুর্ঘটনা ঘটেনি।

Advertisement

জানা যায়, গত সপ্তাহে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে তাওয়াউগামী এয়ারএশিয়ার একটি ফ্লাইটে ঘটেছে এ কাণ্ড। প্লেনে সাপ থাকার কারণে শেষপর্যন্ত ফ্লাইটটি কুচিংয়ে ঘুরিয়ে নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। হানা মহসিন খানা নামে এক নারী প্লেনে সাপ ঘুরে বেড়ানোর ভিডিও টুইটারে শেয়ার করেছেন। ভিডিওতে প্লেনের ব্যাগেজ এলাকায় সাপটিকে নড়াচড়া করতে দেখা গেছে।

পেশায় পাইলট ওই নারী টুইটে লিখেছেন, ঘুরিয়ে না নেওয়া পর্যন্ত সাপটি ‘খুশি মনে’ প্লেনের আলোকিত এলাকাতেই ছিল। এটি হয়তো কোনো যাত্রীর পোষ্য যে পালিয়েছে, নাহয় সোজা মাটি থেকেই উঠে এসেছে।

Yikes!Snake on a plane!Either an escaped pet from passenger carry on/luggage or possibly climbed its way into the aircraft from the ground.Air Asia Airbus A320-200,Kuala Lumpur to Tawau.This dude happily stayed inside the illuminated area till plane was divertedpic.twitter.com/jqopi3Ofvp

Advertisement

— Hana Mohsin Khan | هناء (@girlpilot_) February 12, 2022

এয়ারএশিয়ার প্রধান নিরাপত্তা কর্মকর্তা লিয়ং তিয়েন লিং প্লেনে সাপ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সিএনএন তুর্ককে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, গত বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) কুয়ালালামপুর থেকে তাওয়াউগামী ফ্লাইটের ওই ঘটনা সম্পর্কে এয়ারএশিয়া অবগত রয়েছে। ক্যাপ্টেনকে জানানোর সঙ্গে সঙ্গে প্লেনটি জীবাণুমুক্ত করতে কুচিংয়ের দিকে নিয়ে যাওয়া হয়।

এতে কেউ আহত হননি জনিয়ে এয়ারএশিয়ার এ কর্মকর্তা বলেন, যাত্রী ও ক্রুদের নিরাপত্তা কখনোই ঝুঁকিতে ছিল না। এটি খুবই বিরল ঘটনা, যা যে কোনো প্লেনেই ঘটতে পারতো। কুচিং থেকে ওইদিনই যাত্রীরা পূর্বনির্ধারিত গন্তব্যে রওয়ানা হন।

সূত্র: এনডিটিভি

কেএএ/জিকেএস

Advertisement