প্রতিপক্ষ হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স কেমন? মাঠে নামার আগে ইমরুল কায়েসের দলকে নিয়ে কী ভাবছে ফরচুন বরিশাল? বরিশালের ব্যাটিং কোচ নাজমুল আবেদিন ফাহিমের কথা শুনে মনে হচ্ছে, টিম কুমিল্লা সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়েই মাঠে নামবে সাকিব আল হাসানের দল।
Advertisement
কুমিল্লা কেমন দল? ব্যাটিং বা বোলিংয়ের শক্তির জায়গা কোনটা? একদম পজিশন ধরে ধরে তার ব্যাখ্যা দিয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। তবে কথা শুনে মনে হলো, ওপেনার লিটন দাস আর বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের দিকেই মূলত দৃষ্টি আবদ্ধ।
কুমিল্লার ব্যাটিং নিয়ে ফাহিমের বিশ্লেষণ, ‘ওদের জয় (মাহমুদুল হাসান) ভালো ব্যাটিং করছে। লিটন আছে বেশ ভালো ফর্মে। লিটন কতটা মেরে খেলতে পারে, আমরা জানি। তার ব্যাট কতটা বিধ্বংসী হয়ে উঠতে পারে, সে ধারণাও আছে আমাদের। ওদের মিডল অর্ডার অনেক সমৃদ্ধ। ফ্যাফ ডু প্লেসি আছে ওখানে, মঈন আলি আছে। সবাই যথেষ্ট সামর্থ্যবান, কোনো সন্দেহ নেই।’
প্রতিপক্ষের বোলিং নিয়ে বলতে গিয়ে তার কথা, ‘বোলিং শক্তিটাও বেশ। পেস বোলিং আর স্পিন বোলিং দুই বিভাগেই কুমিল্লা বেশ শক্তিশালী। মোস্তাফিজ কুমিল্লার অনেক বড় সম্পদ। বিশেষ করে শেষের দিকে তার বলে রান করাটা বেশ মুশকিল হয়। স্পিনাররাও ভালোই বোলিং করছে। এক কথায় কুমিল্লা বেশ ব্যালেন্সড ও আত্মবিশ্বাসী এক দল।’
Advertisement
খেলাটি যেহেতু সন্ধ্যায়, এ ম্যাচে কি আগে বা পরে ব্যাটিংয়ে কোনো পার্থক্য থাকতে পারে? শিশির পড়ে উইকেটের চরিত্র কি পাল্টে যাওয়ার সম্ভাবনা আছে?
এ প্রশ্নের জবাব দিতে গিয়ে শেরে বাংলার পিচের এখনকার অবস্থার প্রশংসা করেছেন বরিশাল ব্যাটিং কোচ। আর তিনি একদমই চান না, শিশিরের কারণে উইকেটের চরিত্র ও আচরণে বড় ধরনের পরিবর্তন ঘটুক।
ফাহিম বলেন, ‘শেরে বাংলায় বেশি শিশির দেখিনি। উইকেটও প্রথম লিগের তুলনায় ভালো। বাউন্স ও পেস আগের চেয়ে বেশি। ব্যাটাররা কনফিডেন্স নিয়েই ব্যাটিং করতে পারছে এখন। আমার মনে হয় দুই দলের সক্ষমতা আছে। উইকেট একইরকম থাকার কারণে খুব বড় পার্থক্য তৈরি করবে না। সেটা হলে দুই দলের জন্যই ভালো।’
এইটুকু বলার পর ফাহিম যোগ করেন, ‘শিশির বা অন্য কোনো কারণে যদি প্রথম আর পরে ব্যাটিংয়ের মধ্যে বড় পার্থক্য চলে আসে, সেটা মোটেই ভালো দেখায় না। অনেকটা আনফেয়ার হয়ে দাঁড়ায়। আমি চাই না তেমন কিছু হোক।’
Advertisement
এআরবি/এমএমআর/জিকেএস