ফিচার

সম্রাট বাবর ও সন্তু লারমার জন্ম

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

Advertisement

১৪ ফেব্রুয়ারি ২০২২, সোমবার। ১ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা১৫৫৬- ১৪ বছর বয়সে আকবর মোগল সম্রাট হিসেবে হুমায়ুনের স্থলাভিষিক্ত হন।১৯৩১- কলকাতায় নির্মিত প্রথম সবাক চলচ্চিত্র জয় ভবানীপতি প্রদর্শন হয়।১৯৭২- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় কানাডা ও ফ্রান্স।১৯৭৪- বাংলা একাডেমিতে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সাহিত্য সম্মেলন শুরু।১৯৮৫- ছাত্রনেতা রাউফুন বসুনিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে নিহত হন।

জন্ম১৪৮৩- প্রথম মুঘল সম্রাট বাবর। পুরো নাম মির্জা জহিরউদ্দিন মুহাম্মদ বাবর। মধ্য এশিয়ার মুসলমান সম্রাট ছিলেন। তিনি তৈমুর লঙ্গ-এর সরাসরি বংশধর এবং মাতার দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন।তিনি পানিপথের প্রথম যুদ্ধে দিল্লীর লোদি রাজবংশের সুলতান ইবরাহিম লোদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তার মৃত্যুর পর তার পুত্র মির্জা হুমায়ুন সিংহাসনে আরোহণ করেন।১৮৯৯- ভারতের খ্যাতনামা শিল্পপতি ও দেশের ভারী শিল্পের সূচনাকারী স্যার বীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়।১৯৩৩- ভারতীয় অভিনেত্রী ও গায়িকা মমতাজ জাহান দেহলভী।

Advertisement

১৯৪০- প্রখ্যাত বাঙালি ভাষাবিদ অধ্যাপক নির্মল দাশ।১৯৪৪- বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আদিবাসীদের নেতা সন্তু লারমা। রাঙামাটি জেলার মহাপুরম এলাকায় জন্ম তার। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উপজাতীদের একাংশের নেতা। তার পুরো নাম জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা। তবে সন্তু লারমা নামেই তিনি অধিক পরিচিত। তিনি বাংলাদেশের আদিবাসী সম্প্রদায়ের মধ্যে অন্যতম চাকমা সম্প্রদায়ের সদস্য।

মৃত্যু১৭৭৯- ইংরেজ নাবিক জেমস কুক।১৯৩৮- চিত্রশিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুর।১৯৪৩- জার্মান গণিতবিদ ডাভিড হিলবের্ট।১৯৯২- বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও সমাজ সংস্কারক মুহাম্মদ ইউনুস (পণ্ডিত)।

দিবসসুন্দরবন দিবস ৷বিশ্ব ভালোবাসা দিবস।স্বৈরাচার প্রতিরোধ দিবস।

কেএসকে/জেআইএম

Advertisement