খেলাধুলা

এবারও বাবার দলই কিনলো শচীনের ছেলে অর্জুনকে

গত আইপিএলের নিলামে ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের দিকে তাকিয়ে ছিলেন সবাই। কেউ কি তাকে কিনবে? এমন প্রশ্ন ওঠার সুযোগ না দিয়েই নিলামে প্রথম ডাকে অর্জুনকে নিয়ে নেয় তারই বাবার দল মুম্বাই ইন্ডিয়ান্স।

Advertisement

এবারও শচীনপুত্র দল পেয়েছেন। তাকে কিনে নিয়েছে সেই মুম্বাই ইন্ডিয়ান্সই। তবে গতবার ২০ লাখ ভিত্তিমূল্যে বিক্রি হওয়া এই অলরাউন্ডারের এবার দাম বেড়েছে।

এবার অর্জুনের ভিত্তিমূল্য ছিল ২০ লাখ রুপি। তবে ভিত্তিমূল্যে নয়, ১০ লাখ রুপি (৩০ লাখ) বেশিতে বিক্রি হয়েছেন শচীনপুত্র।

টেস্ট আর ওয়ানডে মিলিয়ে ১০০ সেঞ্চুরির অবিশ্বাস্য রেকর্ডধারী শচীন মুম্বাইয়ের ছেলে। বরাবরই ঘরের ছেলের প্রতি আগ্রহ ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের।

Advertisement

আইপিএলে এই দলটির হয়ে দীর্ঘদিন (২০০৮ থেকে ২০১৩ মৌসুম পর্যন্ত) খেলেন শচীন। খেলা ছাড়ার পর তাকে মেন্টর হিসেবে রেখে দেয় মুম্বাই। তার ছেলেরও ক্যারিয়ার গড়ে উঠছে একই ফ্র্যাঞ্জাইজিতে।

এমএমআর/জিকেএস