দেশজুড়ে

কারাভোগ শেষে দেশে ফিরলেন ১২ বাংলাদেশি

দীর্ঘ দুই বছর কারাভোগের পর ভারত থেকে দেশে ফিরলেন ১২ বাংলাদেশি তরুণ-তরুণী। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তাদের বেনাপোল চেকপোস্ট দিয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ। ভারত ফেরতরা হলেন, শাপলা বেগম (২১), হালিমা বেগম-১ (২৩), নয়ন তারা (২০), আকলিমা খাতুন (২৪), সাথী বেগম (২৫), হালিমা বেগম-২ (২২), জেসমিন আক্তার (২২), মোমেনা খাতুন (২৪), আয়শা খাতুন (২৬), ইতি খাতুন (২৩), সাব্বির হাওলাদার (২৫), সাইফুল হাওলাদার (২৪)। তাদের বাড়ি যশোর, বাগেরহাট, মৌলভীবাজার, ঝিনাইদহ ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়।বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জাগো নিউজকে জানান, দেশে ফেরত আসা এ ১২ বাংলাদেশি দালালের মাধ্যমে দু`বছর আগে বেনাপোল সীমান্ত দিয়ে কাজের জন্য ভারতের বোম্বে যান। সেখানে বাসাবাড়িতে কাজ করার সময় বোম্বে পুলিশ তাদের আটক করে। সেখান থেকে পুলিশ তাদের জেল হাজতে পাঠান। ভারতের আদালত তাদের সাজা দেয়। সেখান থেকে মুম্বাইয়ের ‘কান্দাবালী রেসকিউ ফাউন্ডেশন’ নামের একটি এনজিও তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয়। ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দীর্ঘদিন চিঠি চালাচালির এক পর্যায়ে তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। পরে ভারত সরকারের দেয়া বিশেষ ‘ট্রাভেল পারমিটের’ মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হয়। পরে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পোর্ট থানা পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তাদের রাতে রাইটস যশোর নামের একটি মানবাধিকার সংস্থার নিকট হস্তান্তর করা হয়।  রাইটস যশোরের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান জাগো নিউজকে জানান, ভারত থেকে ফেরত আসা তরুণ-তরুণীদের গ্রহণ করে নিজেদের হেফাজতে রাখা হবে। পরে অভিভাবকের হাতে তুলে দেয়া হবে। মো. জামাল হোসেন/এমজেড/পিআর

Advertisement