টিম ডেভিড, পাকিস্তান সুপার লিগ তথা পিএসএল নিয়ে যারা খোঁজ-খবর রাখেন, তাদের কাছে চেনা-জানা মনে হতে পারে এই ক্রিকেটারকে। সিঙ্গাপুরি অলরাউন্ডার তিনি। যদিও খেলেছেন অস্ট্রেলিয়া রাজ্য দলে।
Advertisement
সেই টিম ডেভিডকে নিয়েই ব্যাঙ্গালুরুতে চলমান আইপিএলের মেগা নিলামে ঝড় উঠলো। ৬টি ফ্রাঞ্চাইজি ঝাঁপিয়ে পড়েছিল তার জন্য। শেষ পর্যন্ত রেকর্ড দাম, ৮ কোটি ২৫ লাখ রুপি দিয়ে তাকে কিনে নিলো মুম্বাই ইন্ডিয়ান্স।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি এখনও। পশ্চিম অস্ট্রেলিয়া একাদশ কিংবা পশ্চিম অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেললেও টিম ডেভিড নিজের দেশ সিঙ্গাপুরের জাতীয় দলের হয়েই খেলার সিদ্ধান্ত নিয়েছেন। যার ফলে তার আন্তর্জাতিক অভিষেক কবে হবে তার কোনো ঠিক নেই।
তবে, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, ওয়েস্ট ইন্ডিজের সিপিএল এবং পাকিস্তানের পিএসএল মাতিয়ে তুলছেন এই অলরাউন্ডার। পাকিস্তানের পিএসএলে তো রীতিমত ব্যাট হাতে ঝড় তুলে চলেছেন। মুলতান সুলতান্সকে এনে দিচ্ছেন একের পর এক সাফল্য।
Advertisement
সে কারণেই সম্ভবত, আইপিএলে এবার এতটা চাহিদা তাকে নিয়ে। চেন্নাই, কেকেআর, মুম্বাই কিংবা দিল্লির মত ফ্রাঞ্চাইজিগুলো তাকে পেতে ঝাঁপিয়ে পড়েছে নিলামের টেবিলে।
মাত্র ৪০ লাখ রুপি ছিল তার ভিত্তিমূল্য। শুরুতেই তার জন্য প্যাডল তুলে নিলামে অংশ নেয় দিল্লি ক্যাপিটালস। সঙ্গে সঙ্গে কলকাতা নাইট রাইডার্স প্রবেশ করে তাকে কেনার লড়াইয়ে। তৃতীয় দল হিসেবে যোগ দেয় পাঞ্জাব কিংস।
একটু একটু করে দাম বাড়তে থাকে এই তিন দলের লড়াইয়ে। শেষে দিল্লি সরে দাঁড়ায় নিলাম থেকে। লড়াই পরিণত হয় দুই দলের মধ্যে, কেকেআর এবং পাঞ্জাব কিংস। চতুর্থ প্রতিযোগী হিসেবে এই লড়াইয়ে যোগ দিলো লখনৌ সুপার জায়ান্টস।
এক পর্যায়ে ৪০ লাখ রুপির এই ক্রিকেটারের জন্য কেকেআর ২ কোটি ৬০ লাখ রুপি দাম হাঁকালো কেকেআর। পঞ্চম দল হিসেবে টিম ডেভিডের নিলামে যোগ দিলো রাজস্থান রয়্যালস এবং নিঃসন্দেহে বেশি দাম দিয়ে। শেষ পর্যন্ত কেকেআর হাঁকালো ৪ কোটি রুপি।
Advertisement
রাজস্থান রয়্যালস লড়াই চালিয়ে গেলো। ৪ কোটি ৪০ লাখ দাম হাঁকালো তারা। কেকেআর লড়াইটা ধরে রাখলো। এ পর্যায়ে রাজস্থান সরে দাঁড়ালে এই লড়াইয়ে ৬ষ্ঠ দল হিসেবে যোগ দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। কেকেআরের সঙ্গে চলে তাদের লড়াই। যার ফলে হু হু করে বেড়ে যায় টিম ডেভিডের মূল্য।
৬ কোটি, ৭ কোটি- বাড়ছেই শুধু। শেষ পর্যন্ত গিয়ে কেকেআর থামলো ৮ কোটিতে। কিন্তু মুম্বাই নাছোড়বান্দা। তারা আরও ২৫ লাখ বেশি দাম হাঁকিয়ে বসলো। এবার পরাজয় মেনে নিয়ে ক্ষান্ত দিল কেকেআর। ৮ কোটি ২৫ লাখ রুপিতে টিম ডেভিডকে কিনে নিলো মুম্বাই ইন্ডিয়ান্স।
আইপিএলের ইতিহাসে এত বেশি মূল্য দিয়ে এর আগে আর কোনো বিদেশি ক্রিকেটার কেনেনি মুম্বাই ইন্ডিয়ান্স। টিম ডেভিডই তাদের সর্বোচ্চ মূল্যপ্রাপ্ত বিদেশী ক্রিকেটার।
আইএইচএস/