খেলাধুলা

পাঁচ মিনিটে হ্যাটট্রিক করলেন ব্রাজিলিয়ান ডরিয়েলটন

রহমতগঞ্জের বিপক্ষে ৩৯ মিনিট পর্যন্ত গোলশূন্য আবাহনী। ৪০ মিনিটে ১-০, ৪৩ মিনিটে ২-০ এবং ইনজুরি সময়ে ৩-০। মাত্র ৫ মিনিটের ব্যবধানে আবাহনীকে ৩-০ গোলে এগিয়ে দেওয়ার নায়ক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজ।

Advertisement

বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরের প্রথম হ্যাটট্রিক করলেন আবাহনীর এই ব্রাজিলিয়ান। তাতে প্রথমার্ধে আবাহনী এগিয়ে গেলো ৩-০ গোলের ব্যবধানে।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে প্রিমিয়ার লিগে নিজেদের তৃতীয় ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে খেলছে আবাহনী। প্রথম দুই ম্যাচের একটি ড্র করে আবাহনী পয়েন্ট হারিয়েছে। তবে তৃতীয় ম্যাচে তারা রীতিমতো দুর্বার। ৪৫ মিনিটের মধ্যে ৩ গোলে এগিয়ে বড় জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছে মারিও লেমসের দল।

৩৯ মিনিট পর্যন্ত আবাহনী গোল না পাওয়ায় চিন্তার ভাঁজ ছিল সমর্থকদের কপালে। বাংলাদেশ পুলিশের বিপক্ষে আগের ম্যাচে হারতে হারতে ড্র করেছিল আবাহনী। ওই ম্যাচে ডরিয়েলটন পেনাল্টি মিস করে সমর্থকদের কাঠগড়ায় দাঁড়িয়েছেল। তবে শেষ পর্যন্ত তার গোলেই সমতায় ফিরেছিল আবাহনী।

Advertisement

সেই ডরিয়েলটন এবার নিজের জাতটা ভালভাবেই চেনালেন ৫ মিনিটের ব্যবধান ৩ গোল করে। ৪০ মিনিটে প্রথম ও ৪৩ মিনিটে দ্বিতীয় গোলের জোগান দিয়েছিলেন কলিন্দ্রেস। আর হ্যাটট্রিক করা গোলের বলটি বাড়িয়েছিলেন নুরুল নাইম ফয়সাল।

আরআই/আইএইচএস/