দেশজুড়ে

সন্ত্রাসী-চাঁদাবাজদের সঙ্গে কোনো আপস নাই: আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, সন্ত্রাসী-চাঁদাবাজদের সঙ্গে কোনো আপস নেই। কখনো করিনি, আগামীতেও করবো না। আমার আপস শুধু জনগণের সঙ্গে, কাজের সঙ্গে। সিটি করপোরেশনে কোনো রকমের দলাদলি, টেন্ডারবাজি, চাঁদাবাজি হতে পারবে না।

Advertisement

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ফুলেল শুভেচ্ছা গ্রহণের মধ্যদিয়ে মেয়রের চেয়ারে বসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

আইভী বলেন, মেগা প্রজেক্টের মধ্যে কদমরসুল ব্রিজকে প্রাধান্য দিয়ে কাজ শুরু করবো। এছাড়া জালকুড়িতে ওয়েস্ট ও এনার্জি প্রজেক্টকে প্রাধান্য দেওয়া হবে। আমাদের ছয়টি মেগা প্রজেক্ট রয়েছে। বড় প্রজেক্টগুলোর কাজ শেষ করে প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করার ব্যবস্থা করা হবে।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ ৩৬ কাউন্সিলরকে শপথ পড়ানো হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নবনির্বাচিত মেয়র আইভীকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

Advertisement

এর আগে ২০১১ সালের ৫ মে প্রথমবার, ২০১৬ সালে দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হন আইভী। সর্বশেষ গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হন ডা. সেলিনা হায়াৎ আইভী।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জিকেএস