তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রাজাকারের বিচার যদি বাংলার মাটিতে হয় তাহলে মানুষ পোড়ানোর দায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচারও এ বাংলার মাটিতেই হবে। শনিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ৭১ এ সাপ্তাহিক `সময়ের কথা`র আয়োজনে ` নরসিংদী জেলার বীর মুক্তিযোদ্ধা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।ইনু বলেন, একাত্তর ও পচাত্তরের খুনিদের আমরা যদি মাফ না করি তাহলে মানুষ পোড়ানোর দায়ে খালেদা জিয়ারও বিচার হওয়া উচিত।দেশের বিপদ এখনও কাটেনি।একাত্তরের খুনিরা বিএনপিতে বাসা বেঁধেছে উল্লেখ করে তিনি বলেন, সবার সঙ্গে ঐক্য যেমন হয়না তেমনি আগুন সন্ত্রাসীদের সঙ্গেও সংলাপ হয় না।বাংলাভিশন টেলিভিশনের উপদেষ্টা ড. আবদুল হাই সিদ্দিকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান জি এমম জয়নাল আবেদীন ভুঁইয়া, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাসেম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদুল্যালয়ের প্রো-ভিসি ডা. শহিদুল্লাহ সিকদার, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নূরুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ডা. এম এ রউফ সরদার প্রমুখ।এমএম/এএইচ/পিআর
Advertisement