বিনোদন

করোনার মধ্যে পাস করেছি তাতেই খুশি: দীঘি

প্রার্থনা ফারদিন দীঘি এবার রাজধানীর স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলাফল ঘোষণা করেন। তারপর খবর নিয়ে জানা যায়, জিপিএ ৩.৭৫ পেয়েছেন এই চিত্রনায়িকা।

Advertisement

ফলাফল প্রকাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দীঘি বলেন, ‘করোনার কারণে সেভাবে পড়াশোনা করতে পারিনি। করোনার মধ্যে পরীক্ষা দিয়ে পাস করেছি তাতেই আমি খুশি। আমার পরিবারের লোকজন খুব খুশি।’

তিনি আরও বলেন, ‘ইচ্ছা আছে দেশের মধ্যে যে কোনো একটা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করবো। কোথায় ভর্তি হবো কয়েকদিনের মধ্যে পরিবারের সঙ্গে কথা বলে ঠিক করবো। সবার কাছে দোয়া চাই। সামনে কয়েকটা কাজ করবো। সেজন্য প্রস্তুতি নিচ্ছি। কয়েকদিনের মধ্যে জানতে পারবেন।’

প্রার্থনা ফারদিন দীঘি ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

Advertisement

চলতি বছর চিত্রনায়িকা হিসেবে ‘তুমি আছো তুমি নেই’ সিনেমায় দীঘির অভিষেক হয়েছে। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ নামের আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে। বর্তমানে তার হাতে বেশকিছু সিনেমা ও ওয়েব ফিল্মের কাজ রয়েছে।

এমআই/জেআইএম