দেশজুড়ে

খুলনায় মৃত দুলাভাইয়ের বিরুদ্ধে ভাগনি হত্যার মামলা

নগরীতে প্রতিবন্ধী মেয়ে সুমাইয়া অরিনকে (১৫) হত্যার দায়ে মৃত বাবা মোস্তফা কামালের বিরুদ্ধে মামলা হয়েছে। অপরদিকে মোস্তফা কামালকে আত্মহত্যায় প্ররোচিত ও মানসিক চাপ সৃষ্টির অভিযোগে পরমাণু শক্তি কমিশনের খুলনা ইনমাসের পরিচালক ডা. অশোক কুমার পালকে অভিযুক্ত করে অপর একটি মামলা হয়েছে। মামলা দায়েরের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন বলে সূত্র জানিয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানা পুলিশের এসআই র্যাধে শ্যাম সরকার জানান, দু’মামলায় বাদী হয়েছেন নিহত সুুমাইয়া অরিনের মামা ফারুক আহমেদ। মেয়েকে হত্যার অভিযোগে আত্মহত্যাকারী পরমাণু শক্তি কমিশন খুলনার হিসাবরক্ষণ কর্মকর্তা মোস্তফা কামালকে আসামি করে ৩০২/১০৯ ধারায় হত্যা মামলা দায়ের করা হয় (যার নং-০৮)। একই সঙ্গে মোস্তফা কামালকে গালমন্দ করায় তিনি অভিমানে আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করে আরও একটি মামলা করা হয়েছে (যার নং-০৯)। এ মামলায় পরমাণু শক্তি কমিশন (ইনমাস) খুলনার পরিচালক ডা. অশোক কুমার পালকে আসামি করা হয়। মামলায় বলা হয়েছে, মানসিক চাপ সহ্য করতে না পেরে সুুমাইয়া আক্তার অরিনকে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যার পর মোস্তফা কামাল আত্মহত্যা করেন। ধারণা করা হচ্ছে মোস্তফা কামাল আত্মহত্যা করার পূর্বে প্রতিবন্ধী মেয়েটিকে শ্বাসরোধে হত্যা করেন। মামলার তদন্ত কর্মকর্তা আরো জানান, ইনমাসের পরিচালককে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে মোবাইলে ইনমাসের পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মামলার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা বিষয়টি তদারকি করছেন বলেও জানান তিনি।উল্লেখ্য, গত বুধবার সকালে নগরীর আহসান আহমেদ রোডের জনৈক এনামের তিনতলা ভবনের নিচ তলার ভাড়াটিয়ার একটি কক্ষ থেকে বাবা ও মেয়ের লাশ উদ্ধার করেছিল পুলিশ। খুলনা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ইনমাস পরিচালককে গ্রেফতারে অভিযান চলছে।আলমগীর হান্নান/ এমএএস/পিআর

Advertisement