আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১২ ফেব্রুয়ারি ২০২২

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

যুক্তরাষ্ট্রের নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে ইউক্রেন ছাড়ার নির্দেশইউক্রেনে যে কোনো সময় হামলা চালাতে পারে রাশিয়া, এমন আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। উত্তেজনা বেড়ে যাওয়ায় নিজ দেশের নাগরিকদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে বাইডেন প্রশাসন। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজের পক্ষ থেকে নিজ দেশের নাগরিকদের দেশে ফিরতে এ সময়সীমা বেঁধে দেওয়া হয়।

এর আগে নিজ দেশের নাগরিকদের দ্রুত ইউক্রেন ছাড়ার নির্দেশনা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মস্কো ইউক্রেন আক্রমণ করলে আমেরিকানদের উদ্ধারে সেনা পাঠাবেন না বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে মৃত্যু বেড়ে ১২০আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ মাদাগাস্কারে ঘূর্ণিঝড় বাতসিরাই’র আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এতে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) পর্যন্ত ১২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে বহু ঘরবাড়ি ও স্থাপনা। উদ্বাস্তু হয়ে পড়েছেন অন্তত ৩০ হাজার মানুষ। ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় পানিবন্দি আরও কয়েক হাজার মানুষ।

Advertisement

জানা গেছে, শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ঘণ্টায় ১৬৫ কিলোমিটার বেগে আঘাত হানে ঘূর্ণিঝড় বাতসিরাই। কিন্তু ভূমিধসের কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত সব গ্রামে সহায়তা পৌঁছাতে আরও চার-পাঁচদিন সময় লাগতে পারে। এসব গ্রামে বহু মানুষ এখনো পানিবন্দি।

জব্দ করা আফগানদের অর্ধেক অর্থ ৯/১১-র ক্ষতিগ্রস্তদের দেওয়া হবেযুক্তরাষ্ট্রে আটকে থাকা আফগানিস্তানের সাতশ কোটি ডলার সম্পদের অর্ধেক ৯/১১-র হামলায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে। বাকি অর্থ খরচ হবে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে আর্থিক সংকটে থাকা মানুষদের জন্য। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) এ ধরনের একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর নিউইয়র্কের ফেডারেল রিজার্ভে জমা থাকা ওই অর্থ জব্দ করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, জব্দ করা আফগান অর্থ নিয়ে মার্কিন আদালতে মামলা চলছে। বিচারিক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে তারা। ৯/১১ হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ওই অর্থের দাবি করে মামলাটি করেন।

আন্দোলনকারী ট্রাক চালকদের ঘরে ফিরতে বললেন জাস্টিন ট্রুডোকরোনার টিকা বাধ্যতামূলক করার প্রতিবাদে ট্রাকচালকদের আন্দোলনে কার্যত অচল হয়ে পড়েছে কানাডার ওন্টারিও রাজ্য। প্রায় দুই সপ্তাহ ধরে চলছে বিক্ষোভ কর্মসূচি। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি রয়েছে জরুরি অবস্থা। তারপরও আন্দোলন অব্যাহত থাকায় এবার ট্রাক চালকদের ঘরে ফিরতে সতর্কবার্তা উচ্চারণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

Advertisement

শুক্রবার ট্রুডো বলেন, আপনাদের কথা শোনা হয়েছে, এখন বাড়ি ফিরতে হবে। আন্দোলন বন্ধ না করলে, লাইসেন্স বাতিল করা হবে। সেটি করা হলে চাকরি, দৈনন্দিন জীবনযাপন, এমনকি আন্তর্জাতিক ভ্রমণে, বিশেষ করে আমেরিকায় যেতেও বাধার সম্মুখীন হতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

এবার নাগরিকদের ইউক্রেন ছাড়ার আহ্বান নিউজিল্যান্ডেরএবার নিজ দেশের নাগরিকদের তাৎক্ষিণভাবে ইউক্রেন ছাড়ার আহ্বান জানিয়েছে নিউজিল্যান্ড। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে উত্তেজনা চরমে ওঠায় নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার নিজ দেশের নাগরিকদের ইউক্রেন ছাড়ার আহ্বান জানায়। খবর রয়টার্সের।

এক বিবৃতিতে নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনে নিউজিল্যান্ডের কূটনৈতিক প্রতিনিধি নেই। তাই ইউক্রেনে নিউজিল্যান্ডবাসীদের দূতাবাসের সহায়তা প্রদানে সরকারের ক্ষমতা খুবই সীমিত।

ভারতে মোবাইল গেমিংয়ের বাজার চাঙাপ্রায় ১৪০ কোটি মানুষের দেশ ভারত ঐতিহ্যগতভাবেই ক্রিকেট নিয়ে বেশ আবেগপ্রবণ। আর সেটাই স্মার্টফোন গেমিং তৈরিতে দেশীয় নির্মাতাদের জন্য বড় সুযোগ করে দিচ্ছে। যতই স্মার্টফোনের ব্যবহার বাড়ছে ততই চাঙা হচ্ছে ভারতের মোবাইল গেমিং বাজার। অনলাইন গেমিংয়ের প্রতিযোগিতামূলক বাজারে জায়গা করে নিচ্ছে ভারতীয় স্পোর্টস গেম তৈরির কোম্পানিগুলো।

ফ্যান্টাসি গেমিং প্ল্যাটফর্ম ড্রিম ইলেভেন ভারতীয় একটি সংস্থা। ড্রিম ইলেভেন গেম ব্যবহারকারীরা প্রকৃত ক্রিকেট খেলোয়াড়দের রোস্টার বেছে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। অন্যান্য জনপ্রিয় খেলা যেমন ফুটবলে ক্রীড়াবিদ, প্রকৃত ম্যাচে তাদের পারফরম্যান্সেরভিত্তিতে পয়েন্ট অর্জন করাসহ আছে খেলার সব খুঁটিনাটি বিষয়ও। একটি প্রতিযোগিতায় যোগদানের জন্য এক ডলারের কম খরচ হয় এবং বিশেষ করে ভালো খেলোয়াড়রা নগদ পুরস্কারও অর্জন করতে পারে।

জাপানে কারখানায় আগুন, ৪ শ্রমিক নিহতজাপানে একটি কারখানায় অগ্নিকাণ্ডে চার শ্রমিক নিহত হয়েছেন। শনিবার স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নেভাতে রাতভর কাজ করেছেন দমকল কর্মীরা।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তরাঞ্চলীয় নিগাতা শহরে মধ্যরাতে ওই কারখানায় আগুন লাগে। সে সময় প্রায় ৩০ জন শ্রমিক ঘটনাস্থলে ছিলেন। কী কারণে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত নয়।

হিজাব বিতর্কে আমেরিকার বিবৃতি, ভারত বলছে ‘এটা অভ্যন্তরীণ বিষয়’ভারতে হিজাব বিতর্ক নিয়ে এবার মুখ খুললো যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক একটি সংস্থা বলেছে, কর্ণাটকের শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধের সিদ্ধান্ত ধর্মীয় স্বাধীনতার পরিপন্থি। এ অবস্থার জন্য রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছে তারা। তবে যুক্তরাষ্ট্রের এমন বিবৃতিতে মোটেও খুশি নয় ভারত। হিজাব বিতর্ককে দেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছে ভারতীয় সরকার। খবর এনডিটিভির।

গত শুক্রবার (১১ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ রাশাদ হুসেইন এক টুইটে বলেছেন, ধর্মীয় স্বাধীনতার মধ্যে ধর্মীয় পোশাক বেছে নেওয়ার ক্ষমতাও রয়েছে। ভারতের কর্ণাটক রাজ্য ধর্মীয় পোশাকের অনুমতি নির্ধারণ করতে পারে না। স্কুলে হিজাব নিষিদ্ধের সিদ্ধান্ত ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন করে এবং নারীদের তুচ্ছ করে তোলে।

স্বাস্থ্য ও বিদ্যুতের কর্মীদের ধর্মঘট নিষিদ্ধ করলো শ্রীলঙ্কাস্বাস্থ্য ও বিদ্যুৎ বিভাগে সম্ভাব্য অচলাবস্থা কাটাতে এ দুই খাতের কর্মীদের ধর্মঘট পালন নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা। স্বাস্থ্যসেবা কর্মীদের টানা ষষ্ঠদিনের আন্দোলনের মুখে শনিবার (১২ ফেব্রুয়ারি) এ নির্দেশ দিয়েছেন লঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। খবর আল জাজিরার।

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, ১৯৭৯ সালের একটি আইনের আওতায় স্বাস্থ্য ও বিদ্যুতের কর্মীদের কাজ বন্ধ করাকে অবৈধ ঘোষণা করেছেন রাজাপাকসে। এ দুটি খাতের সব কার্যক্রমকে ‘অপরিহার্য জনসেবা’ ঘোষণা করেছেন তিনি।

প্রেমিকের হাতে ছেলে খুন, মায়ের কারাদণ্ডপ্রেমিকের হাতে ছেলে খুন হওয়ায় এক নারীর ১৬ মাসের কারাদণ্ড হয়েছে। এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ওকলাহোমায়। ছেলের হত্যাকাণ্ডের সময় ওই নারী কাজে ছিলেন। তার অনুপস্থিতিতেই প্রেমিক তার দুই বছর বয়সী ছেলেকে খুন করেন। খবর বিবিসির।

দুই বছর বয়সী ছেলে রিডারকে সুরক্ষা দিতে না পারায় ২৯ বছর বয়সী রেবেকা হগের সাজা ঘোষণা করেন দেশটির একটি আদালত। গত বছরের নভেম্বরে তিনি নিজের দোষ স্বীকার করেন। সে সময় তিনি ফার্স্ট ডিগ্রি মার্ডারে অভিযুক্ত হন।

কেএএ/জেআইএম