আইন-আদালত

গৃহবধূকে পিটিয়ে হত্যা: স্বামী তিনদিনের রিমান্ডে

রাজধানীর দারুস সালাম থানার টোলারবাগ এলাকায় হারিসা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের অভিযোগে করা মামলায় তার স্বামী এহিয়া মোল্লার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Advertisement

শনিবার (১২ ফেব্রুয়ারি) এহিয়া মোল্লাকে ঢাকা মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর দারুস সালাম থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম এহিয়া মোল্লার জামিনের আবেদন নামঞ্জুর করে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে টোলারবাগ ৩ নম্বর গেটের খালপাড় প্রথম গলির একটি বাসায় স্ত্রী হারিসা বেগমকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেন স্বামী এহিয়া মোল্লা। ঘটনার পর এহিয়া মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে দারুস সালাম থানায় একটি হত্যা মামলা করা হয়।

Advertisement

পুলিশ জানায়, গ্রামের বাড়ির জমিজমা নিয়ে কয়েকদিন ধরে এহিয়া মোল্লার সঙ্গে তার স্ত্রীর ঝগড়া চলছিল। শুক্রবার সন্ধ্যায়ও তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ঘরে থাকা হাতুড়ি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন এহিয়া। এতে ঘটনাস্থলেই মারা যান ওই নারী। এসময় স্থানীয়রা এহিয়া মোল্লাকে আটকে রেখে পুলিশে খবর দেন।

জেএ/কেএসআর/জেআইএম