দেশজুড়ে

পল্লী চিকিৎসকের ‘ভুল’ চিকিৎসায় প্রসূতির মৃত্যু

পিরোজপুরের নাজিরপুরে পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় সন্তান প্রসবের পর সুমা বেগম (২১) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।

Advertisement

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সুমা বেগম উপজেলার সদর ইউনিয়নের আমতলা গ্রামের সুমন মাঝির স্ত্রী।

সুমার বাবা মো. শাহাবুদ্দিন বলেন, ‘শুক্রবার দুপুরে বাড়িতে আমার মেয়ে সুমা বেগমের প্রসব বেদনা শুরু হয়। এতে স্থানীয় পল্লী চিকিৎসক সঞ্জয় মন্ডলকে বাড়িতে নিয়ে আসা হয়। পল্লী চিকিৎসক ব্যবস্থাপত্র দিলে দুপুর ২টার দিকে আমার মেয়ে একটি সন্তানের জন্ম দেয়। এরপরই আমার মেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।’

তিনি আরও বলেন, ‘মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে বিকেল ৪টার দিকে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়ার পথে মেয়ে মারা যায়। হাসপাতালের চিকিৎসকরা জানান, ভুল চিকিৎসার কারণে আমার মেয়ে মারা গেছে। এ ঘটনার পর অভিযুক্ত পল্লী চিকিৎসক পলাতক রয়েছে।’

Advertisement

অভিযুক্ত পল্লী চিকিৎসক সঞ্জয় মন্ডল মোবাইল ফোনে জাগো নিউজকে বলেন, ‘ওই প্রসূতি অসুস্থ হয়ে পড়লে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কোনো ভুল চিকিৎসা দেওয়া হয়নি।’

তবে স্থানীয়দের অভিযোগ, এর আগেও ওই পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় দুই প্রসূতির মৃত্যু হয়েছে।

নাজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এসজে/জেআইএম

Advertisement