ডিজিটাল বিশ্বে বাংলাদেশ সামিল হয়েছে অনেক আগেই। ইন্টারনেটের কল্যাণে এখন হাতের মুঠোয় বিশ্বে। মোবাইল নেটওয়ার্ক পঞ্চম প্রজন্মের দোরগোড়ায় পৌঁছে গেছে দেশ। তবে মোবাইল ইন্টারনেটের স্পিডের সমস্যা এখনো পিছু ছাড়েনি ব্যবহারকারীদের।
Advertisement
এখন যেহেতু বেশিরভাগ কাজই করতে হচ্ছে অনলাইনে। তাই মোবাইল ডেটা ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে, ইউটিউব ভিডিও দেখতে, কোনো ওয়েবসাইট খুলতে গিয়ে কিংবা কোনো কিছু ডাউনলোড করার সময় বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মোবাইল ইন্টারনেটের স্পিড বাড়াতে বেশি দামেও কিনছেন ডাটা প্যাক। তারপরও সমাধান মিলছে না। যখনই কাজ করতে যাচ্ছেন তখনই ঝামেলায় পড়ছেন।
তবে সহজ কিছু কৌশল অবলম্বন করে মোবাইলের ইন্টারনেট স্পিড বাড়াতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক সেগুলো-
Advertisement
> শুরুতেই আপনার ফোনের ক্যাশ ডেটা সাফ করুন। এই কাজটি মাসে অন্তত একবার করুন। ক্যাশে ফোনের ইন্টারনাল স্টোরেজের জায়গা বাড়ায়। তবে এটি আপনার মোবাইল ইন্টারনেটের গতিও ধীর করতে পারে। তাই দীর্ঘদিন ধরে ক্যাশে ডেটা ক্লিয়ার করুন।
> স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডে চলমান অনেক অ্যাপ একসঙ্গে খোলা থাকলে ইন্টারনেট স্পিডের ওপর প্রভাব পড়তে পারে। তাই এই অ্যাপগুলো বন্ধ করে দিন। যখন প্রয়োজন হবে আবার ওপেন করে নিবেন।
> স্মার্টফোনের ইন্টারনেট স্পিড হ্রাসের অন্যতম একটি কারণ হচ্ছে অটো অ্যাপ আপডেট। এটি ব্যাকগ্রাউন্ডে কাজ করে। তাই সবসময় অ্যাপ্লিকেশন ম্যানুয়ালি আপডেট করার চেষ্টা করুন। অটো অ্যাপ ডাউনলোড বন্ধ রাখুন। এতে আপনার ফোনের ইন্টারনেট স্পিড বাড়বে অনেকটা।
> অনেক সময় নেটওয়ার্ক সেটিংসের সমস্যা হলে ইন্টারনেটের স্পিড কমিয়ে দেয়। এটিকে নিয়ন্ত্রণে রাখতে মোবাইল নেটওয়ার্ক বা কানেক্টিভিটি সেটিংসে যান। এরপর অপারেটর সেকশনে গিয়ে ‘অটো সিলেক্ট’ অপশনটি বন্ধ করে ম্যানুয়ালি অপারেটর বেছে নিন এবং নেটওয়ার্ক সেট আপ করুন। এ ছাড়াও খুব বেশি সমস্যা হলে একবার স্মার্টফোনটি রিস্টার্ট করে নিতে পারেন।
Advertisement
কেএসকে/এএসএম