ভারতে চলমান হিজাব বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। গত সপ্তাহে কর্ণাটকে কলেজছাত্রী মুসকান খান একদল উগ্র হিন্দুত্ববাদী তরুণের সামনে ‘আল্লাহু আকবার’ ধ্বনি তুলে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন।
Advertisement
মেয়েটির সাহসের প্রশংসা করছেন অনেকেই। কিন্তু তাদের রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কঙ্গনা বলেছেন, কারও যদি সাহস দেখাতে হয়, তাহলে সে যেন আফগানিস্তানে বোরকা না পরে দেখায়।
শুক্রবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেন কঙ্গনা। সেখানে তিনি লেখেন, ‘যদি সাহস দেখাতেই হয় তাহলে আফগানিস্তানে বোরকা না পরে দেখাও। নিজেকে বন্দি না করে মুক্ত করতে শেখো।’
কঙ্গনার সেই পোস্টের জবাব দিয়েছেন অভিনেত্রী শাবানা আজ়মি। তিনি লিখেছেন, ‘ভুল হলে সংশোধন করে দেবেন। আফগানিস্তান একটি ধর্মরাষ্ট্র এবং শেষ যখন আমি খতিয়ে দেখেছিলাম, তখন ভারত ছিল একটা ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্রের দেশ।’
Advertisement
এদিকে, কর্নাটকের ঘটনার নিন্দা জানিয়েছেন শাবানা আজমির স্বামী গীতিকার জাভেদ আখতারও। এক টুইটে তিনি লেখেন, ‘আমি হিজাব বা বোরকা পরাকে সমর্থন করি না। আমি ধর্মনিরপেক্ষ মানুষ, আমার সমর্থন না করার অধিকার রয়েছে। তবে ঘটনার দিন (কর্নাটকের স্কুলে) যেভাবে কিছু উন্মত্ত যুবক একজন ছাত্রীকে হেনস্থার চেষ্টা করেছে, তা নিয়ে প্রবল আপত্তি রয়েছে আমার।’
এএএইচ/এমএস