স্বাস্থ্য

২৪ ঘণ্টায় সুস্থ হলেন ১১৫৫৩ জন

রাজধানীসহ সারাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫৫৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে সর্বমোট করোনামুক্তের সংখ্যা ১৬ লাখ ৫৫ হাজার ৯৮১ জন। সুস্থতার হার ৮৭ দশমিক ১৭ শতাংশ।

Advertisement

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের কোভিড ইউনিট প্রধান ও উপ-পরিচালক ডা. জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশের বিভিন্ন বিভাগের সুস্থদের মধ্যে ঢাকায় সর্বাধিক ৬ হাজার ৮৩৬ জন, চট্টগ্রামে ১ হাজার ৮০৪, রংপুপে ৩৩৯, খুলনায় ৯৯১, বরিশালে ২৪৫, রাজশাহীতে ৬৫৭, সিলেটে ১০৮ ও ময়মনসিংহে ৩৭৩ জন রয়েছেন।

বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম রোগীর মৃত্যু হয়। সর্বশেষ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ২৭ জনসহ মোট ২৮ হাজার ৭৭১ জনের মৃত্যু হয়।

Advertisement

এমইউ/এমআরএম/এএসএম