দেশে ২০ লাখ মানুষ ক্যানসারে আক্রান্ত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
Advertisement
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল অডিটোরিয়ামে বিশ্ব ক্যানসার দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, দেশে ২০ লাখ মানুষ ক্যানসারে আক্রান্ত। ক্যানসার হাসপাতালে বর্তমানে ৫০০ বেড রয়েছে। আরও যে আটটি হাসপাতাল করা হচ্ছে সেগুলোতে ১ হাজার ৪০০ বেড যুক্ত করা হয়েছে। সেখানে চিকিৎসা নিলে দরিদ্র রোগীদের বাড়তি খরচ করে ঢাকায় আসতে হবে না। আর এতে খরচও কমে যাবে।
তিনি বলেন, এমন একটা সময় ছিল, কলেরা ডায়রিয়া হলে গ্রামের পর গ্রাম ছড়িয়ে যেত। বাংলাদেশে এখন সংক্রামক রোগ নিয়ন্ত্রণে আছে। তবে অসংক্রামক রোগ আমাদের মাঝে বেড়েছে। এর মধ্যে ক্যানসার, ডায়াবেটিসসহ অন্যান্য আরও রোগ আছে। প্রতি বছর দেড় লাখ লোক আক্রান্ত হচ্ছে।
Advertisement
জাহিদ মালেক বলেন, করোনার খবর প্রতিদিন জানানো হয় বলে আমরা এর খোঁজ রাখি। কিন্তু ক্যানসারে কত লোক মারা যায়, তার খোঁজ রাখি না। বিভিন্ন ধরনের ক্যানসার বাতাসের মাধ্যমে হয়, আবার নদীর পানিতে কেমিক্যালের মাধ্যমে, ভেজাল খাদ্য খাওয়ার কারণে এই রোগ বাড়ছে।
সবাইকে করোনার টিকা নেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, টিকা মৃত্যুঝুঁকি কমিয়ে দেয়। যারা ইচ্ছা করেই টিকা নেননি, তারা টিকা নিয়ে নেন। আমরা নিয়ম মেনে জীবনযাপন করলেই তবে সুস্থ থাকব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. স্বপন কুমার বন্দ্যোপাধ্যায়। এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এমআইএস/এমআরআর/জিকেএস
Advertisement