রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন আক্রান্ত ও একজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।
Advertisement
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের মধ্যে রাজশাহীর, নওগাঁ ও নাটোরের একজন করে রয়েছেন। এছাড়া রামেকের দুই ল্যাবে মোট ৪৬৫ নমুনা পরীক্ষায় ১১৬ জন শনাক্ত হন।
প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে মোট ৫৮ রোগী করোনা ইউনিটে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে পজিটিভ ৪৬ ও উপসর্গে ভুগছেন ১২ জন। গত ২৪ ঘণ্টায় সাতজন নতুন ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন।
Advertisement
ফয়সাল আহমেদ/এএইচ/এএসএম