২০১৫-২০১৬ সালের কেন্দ্রীয় চুক্তি বাদ দেয়া হলো ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি অধিনায়ক ড্যারেন স্যামিকে। ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড নতুন চুক্তির তালিকায় নেই অলরাউন্ডার আন্দ্রে রাসেলও। এছাড়াও বাদ পড়েছেন স্পিনার সুলেমান বেন। আর যথারীতি চুক্তি প্রত্যাখ্যান করায় নেই ক্রিস গেইল ও সুনীল নারিন।এর আগে গত বছরসহ বেশ কয়েকবার চুক্তি প্রত্যাখ্যান করায় চুক্তিতে রাখা হয়নি ক্যারিবিয়ান দৈত্য ক্রিস গেইলকে। একই কারণে এখন অবৈধ্য বোলিং অ্যাকশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ নারিনও নেই। ২০১৪-১৫ এর এই তালিকা থেকে আরও বাদ পড়েছেন শিবনারায়ণ চন্দরপল ও ডোয়াইন ব্রাভো।এর আগে ১২ খেলোয়াড় চুক্তিবদ্ধ থাকলেও এবার আরও তিনজনকে বাড়ানো হয়েছে। এই চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছেন জারমেইন ব্লাকউড, লিও জনসন, শেন ডোরিচ, শাই হোপ ও রাজেন্দ্র চন্দ্রিকা। এছাড়া লেগ স্পিনার দেবেন্দ্র বিশুকে ও ফাস্ট বোলার শ্যানন গ্যাব্রিয়েল ও শেলডন কটরেলও রয়েছেন। এই চুক্তির মেয়াদ ২০১৫ সালের ১ অক্টোবর থেকে ২০১৬র ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।গত নভেম্বরে শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন স্যামি। সে সফরে ওয়ানডে দল থেকে তাকে বাদ দেয়া হয়। তবে সে সফরে ওয়ানডে এবং টি-টোয়েন্টি উভয় সিরিজেই ছিলেন রাসেল। স্পিনার বেন সর্বশেষ এপ্রিলে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে ছিলেন।চুক্তিবদ্ধ খেলোয়াড়রা : জ্যাসন হোল্ডার, ক্রেগ ব্রাথওয়েট, রাজেন্দ্র চন্দ্রিকা, ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন, দেবেন্দ্র বিশু, শ্যানন গ্যাব্রিয়েল, জারমেইন ব্লাকউড, জেরোম টেলর, শেলডন কটরেল, শাই হোপ, শেন ডোরিচ, লিও জনসন ও কেমার রোচ।আরটি/এমআর/এমএস
Advertisement