অর্থনীতি

শ্রমিকদের বেতন পরিশোধে ২৫ লাখ টাকা সহায়তা

বন্ধ হয়ে যাওয়া বিন্নী গার্মেন্টের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিল থেকে আপদকালীন সহায়তা হিসেবে ২৫ লাখ টাকা দেওয়া হয়েছে। ওই কারখানাটি তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সদস্যভুক্ত প্রতিষ্ঠান।

Advertisement

বুধবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৬৯তম সভার প্রাক্কালে শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বিজিএমইএ এবং বিকেএমইএ নেতাদের হাতে ২৫ লাখ টাকার চেক তুলে দেন।

এসময় জানানো হয়, ঢাকার কমলাপুরে অবস্থিত বিন্নী গার্মেন্টের ব্যবস্থাপনা পরিচালকের করোনায় মৃত্যু হয়। পরে গত বছর ১৬ জুন কারখানাটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। ওই সময় শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতার পরিমাণ ছিল এক কোটি ৪ লাখ টাকা। পরে কারখানার মালিক-শ্রমিক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বিজিএমইএ নেতারা বৈঠকের মাধ্যমে মেশিন যন্ত্রপাতি বিক্রি করে মালিপক্ষের ৭৯ লাখ টাকা পরিশোধ করেন। এ সহায়তা থেকে অবশিষ্ট ২৫ লাখ বকেয়া পরিশোধ করা হবে।

শতভাগ রপ্তানিমুখী শিল্প সেক্টরের জন্য বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২৩২ (৩) ধারার বিধান অনুযায়ী শ্রম মন্ত্রণালয়ের অধীনে গত ২০১৫ সালে শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পের শ্রমিকদের কল্যাণের জন্য এ তহবিল গঠন করা হয়। ২০১৭ সালের জুলাই মাস থেকে মোট রপ্তানির শতকরা ০.০৩ ভাগ সরাসরি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কেন্দ্রীয় তহবিলে জমা হচ্ছে।

Advertisement

জানা গেছে, শতভাগ রপ্তানিমুখী শিল্প খাতের জন্য ২০১৫ সালে শ্রম মন্ত্রণালয়ের অধীনে এ তহবিল গঠন করা হয়। ২০১৭ সালের জুলাই মাস থেকে মোট রপ্তানির শতকরা ০.০৩ ভাগ সরাসরি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কেন্দ্রীয় তহবিলে জমা হচ্ছে। এ তহবিল চালুর পর থেকে আপদকালীন সহায়তা হিসেবে বন্ধ কলকারখানার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ বাবদ আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত বিজিএমইএ’র সদস্যভুক্ত ৯টি বন্ধ প্রতিষ্ঠানকে মোট এক কোটি ৯০ লাখ ৬৫ হাজার টাকা, বিকেএমইএ সদস্যভুক্ত একটি বন্ধ প্রতিষ্ঠানকে ৫১ লাখ ৬৫ হাজার টাকাসহ ১০টি বন্ধ কারখানাকে সর্বমোট ২ কোটি ৪২ লাখ ৩০ হাজার ৯৭২ টাকা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য এবং বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দীন আহমেদ, বিজিএমইএ পরিচালক এএনএম সাইফুদ্দিন, জাতীয় শ্রমিক লীগ সভাপতি নুর কুতুব আলম মান্নানসহ শ্রম মন্ত্রণালয়ের ঊধ্বর্তন কর্মকর্তা এবং বিভিন্ন মালিক-শ্রমিক সংগঠনের নেতারা।

আইএইচআর/আরএডি/এমআরএম/জিকেএস

Advertisement