প্রবাস

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে আরও এক বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল আরও এক তরুণ বাংলাদেশির। দেশটির কুরমান এলাকায় নতুন ব্যবসাপ্রতিষ্ঠান চালুর এক মাসের মধ্যে গুলিবিদ্ধ হন নোয়াখালীর মাইজদীর সাইফুল ইসলাম।

Advertisement

জানা গেছে, গুলিবিদ্ধ সাইফুল দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় কিম্বার্লি প্রাদেশিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন নিজাম উদ্দিন নামের এক প্রবাসী বাংলাদেশি।

আজ বুধবার হাসপাতাল থেকে মরদেহ নেওয়ার পর পরিবারের সিদ্ধান্ত অনুসারে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন নিজাম।

এ বছরের ১ জানুয়ারির থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় ১৮ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। ফেব্রুয়ারি মাসের প্রথম আট দিনে দেশটিতে সাতজন বাংলাদেশির প্রাণ গেল। যার মধ্যে সড়ক দুর্ঘটনায় চারজন, ডাকাতের গুলিতে দুজন এবং একজন ব্রেন স্ট্রোক করে।

Advertisement

দেশটিতে বাংলাদেশিদের নিয়ে কাজ করা সোশ্যাল অ্যাক্টিভিস্ট এস এইচ মোহাম্মদ (মোশাররফ) জানিয়েছেন, করোনায় মন্দা অর্থনীতির কারণে চুরি ডাকাতিসহ বেকারত্বের হার বেড়েছে অন্য যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি।

দক্ষিণ আফ্রিকায় থাকা প্রবাসী বাংলাদেশিদের প্রতি এ সোশ্যাল অ্যাক্টিভিস্ট আহ্বান জানিয়েছেন, এই সময়টিতে আরও সতর্কতা অবলম্বন করে ব্যবসা-বাণিজ্য এবং সড়কে চলাচল করার জন্য।

এমআরএম/জিকেএস

Advertisement