বসন্ত বাতাস
Advertisement
কুয়াকাটার গঙ্গামতীর তীরের ভোরের কালোতটঝাউতলে উদ্বাহু, টিয়েঠোঁটের নগ্ন-পাবাউড়ি-বাতাসে খোলাচুল, মাতাল ওড়নাসমুদ্রের নোনাজলের গন্ধ,সূর্যটা যেন কামারের জ্বলন্ত চাকতি।
সৈকতে ফেণিল-ঢেউ, ঝাউবনে অকৃত্রিম সুন্দরবসন্ত বাতাসে নেচে যায় হৃদয় কন্দরে।
****
Advertisement
বসন্তের গুঞ্জরণ
কৃষ্ণচূড়ার ডালে আগুনপলাশ, শিমুল, কিংশুকে মৌতাতের আয়োজনেটিয়া, দোয়েল, শালিক, প্রজাপতি।
সর্ষে খেত যেন প্রেমিকার হলুদ শাড়ির পাড়ভ্রমরের গুঞ্জরণে বসন্ত,পাতাঝরা ডাক দেয় যৌবন, মৌবন।
****
Advertisement
পরাবাস্তব সুর
সন্ধ্যার শুরুতে নীল আকাশসপ্তর্ষিমণ্ডল, তারাগুলো সারিবদ্ধহাসনাহেনার গন্ধ,তোমার মিহি-গলার সুরপরাবাস্তব হয়ে ওঠে।
এসইউ/জিকেএস