তথ্যপ্রযুক্তি

নতুন রূপে আসছে মারুতি সুজুকির ব্যালেনো

এবার মারুতি সুজুকি তাদের আপডেটেড ব্যালেনো গাড়ির টিজার প্রকাশ করেছে। টিজারের সঙ্গে বেশ কিছু নতুন ফিচারও প্রকাশ্যে এনেছে কোম্পানিটি। একাধিক নতুন ফিচার এবং বেশ কয়েকটি রঙের বিকল্পে এসেছে গাড়িটি। মারুতি সুজুকির নিউ এজ ব্যালেনো গাড়িকে বলা হচ্ছে প্রযুক্তির দিক থেকে অ্যাডভান্সড একটি প্রিমিয়াম হ্যাচব্যাক।

Advertisement

এরইমধ্যে প্রকাশিত হয়েছে গাড়ির একাধিক ছবি। আর তা থেকে বোঝা যাচ্ছে যে স্টাইলিংয়ের ক্ষেত্রে গাড়ির বাইরের অংশে অনেক পরিবর্তন এসেছে। নতুন ব্যালেনো মডেলের আমূল পরিবর্তন এসেছে ডিজাইনে।

নতুন করে যুক্ত হয়েছে একটি মেস গ্রিলি। এর সঙ্গে রয়েছে নতুন প্রোজেক্টর হেডল্যাম্প ও এলইডি ডিআরএলএস। গাড়ির সামনের ডাম্পারের নকশাও পরিবর্তন করা হয়েছে। এখানে রাখা হয়েছে ফগ ল্যাম্প। চওড়া হয়েছে গাড়ির বনেট। বদল এসেছে গাড়ির পেছনের অংশেও। ‘এল’ আকৃতির এলইডি লাইট রয়েছে গাড়ির পিছনে।

মোট সাতটি ভ্যারিয়েন্ট লঞ্চ হতে চলেছে মারুতি ব্যালেনো। এর মধ্যে চারটি ম্যানুয়াল এবং তিনটি এএমটি অটোম্যাটিক। কেবল পেট্রোল ইঞ্জিনসহ এই গাড়ি লঞ্চ হবে। ২০২২ মারুতি ব্যালেনো ম্যানুয়ালে থাকবে সিগমা, ডেল্টা, জিটা এবং আলফা ভ্যারিয়েন্ট। আর ব্যালেনো এএমটিতে থাকবে ডেল্টা, জিটা এবং আলদা ভ্যারিয়েন্ট।

Advertisement

সর্বোচ্চ ভ্যারিয়েন্টের গাড়ির মডেলে ৯ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম থাকবে। মাঝারি ভ্যারিয়েন্টের টাচস্ক্রিনের সাইজ কমে হবে ৭ ইঞ্চি। মোট ছয়টি রঙে লঞ্চ হবে নতুন আপডেটেড ব্যালেনো।

নতুন ব্যালেনো গাড়ির কেবিনে থাকা ইনফোটেনমেন্ট সিস্টেমের স্ক্রিন সাইজ থাকছে অনেক বড়। সঙ্গে যুক্ত রয়েছে একাধিক কানেক্টিভিটি অপশনও। এক্ষেত্রে অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে সাপোর্ট রয়েছে।

গাড়ির স্পিড থেকে আবহাওয়ার আপডেট দেখা যাবে। এ ছাড়া গাড়ির ভেতরেও থাকছে এলইডি লাইটের সারি। সেই সঙ্গে অটো ক্লাইমেট কন্ট্রোল, স্টার্ট/স্টপ পুশ বাটন, গাড়িতে চাবি ছাড়া ঢোকার জন্য কিল-লেস এন্ট্রি।

নিরাপত্তার দিক থেকেও এই গাড়ি গ্লোবাল এনসিএপিতে ফাইভ স্টার রেটিং পেয়েছে। দুর্ঘটনা এড়ানোর জন্য থাকছে ৬টি এয়ার ব্যাগ।

Advertisement

নতুন গাড়ির দাম কত হবে তা এখনও জানা যায়নি। তবে মাত্র ১১ হাজার টাকায় এই নতুন ব্যালেনো গাড়ির প্রিবুকিং দেওয়া যাবে নেক্সা ওয়েবসাইট ও একটি অথরাইজড নেক্সা ডিলারশিপে।

সূত্র: হিন্দুস্থান টাইমস

কেএসকে/এএসএম